বলিউড অভিনেতা সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলার পর ১৯টি আঙুলের ছাপ পেয়েছিল মুম্বাই পুলিশ। তবে তার সঙ্গে মিল নেই সম্প্রতি গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহবাজের আঙুলের ছাপের। তদন্ত এগোতেই হাই প্রোফাইল এই মামলায় নতুন মোড় নিয়েছে। সূত্রের খবর, অভিনেতার বান্দ্রার বাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টগুলি সিআইডির (CID) বিশেষজ্ঞ দলের কাছে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। একটি সিস্টেম জেনারেটেড রিপোর্ট বলছে, ওই ছাপের সঙ্গে মিল নেই ধৃত শরিফুলের আঙুলের ছাপের। সিআইডি সূত্র থেকে পাওয়া খবর, তাদের বিশেষজ্ঞ টিমের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন করে বান্দ্রার বাড়ি থেকে পাওয়া সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলি সিআইডি-র ল্যাবে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। গত ১৬ জানুয়ারি মধ্যরাতে বান্দ্রার বিলাসবহুল সৎগুরু শরণ আবাসনে ঢুকে পড়ে এক আততায়ী।...
তদন্তে নতুন মোড়, সাইফের ওপর হামলাকারী আসলে কে?
অনলাইন ডেস্ক
লিভ টুগেদারের কথা শুনে কল আসে রাত বিরাতে: স্বাগতা
অনলাইন ডেস্ক
ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ। এমন কথার কারণে কিছুদিন আগেই সমালোচনার মুখে পড়তে হয় জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জিনাত সানু স্বাগতাকে। নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার করেও দমানো যায়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি এক অনুষ্ঠানের অতিথি হয়ে আসেন স্বাগতা। সেখানে তিনি বলেন, বাংলাদেশের সমাজ অনুযায়ী নিজের পরিবারই ডিভোর্স ভালো চোখে দেখে না, তারা মানতেই চায় না এটা। পরিবারও দোষ দেয় এই খারাপ সময়ে। যত দোষ নন্দ ঘোষ। নারীদের নাম হওয়া উচিত নন্দ ঘোষ। তিনি আরও বলেন, লিভ টুগেদার সম্পর্কের খবর আসার পর এখনো যাদের স্বভাব খারাপ, তারা রাত-বিরাতে আমাকে ফোন দিয়েছে। কথায় কথায় স্বাগতা বলেন, আমি একজন শক্ত ব্যক্তিত্ব নারী হয়েও আমার কাছ থেকে অনেকে সুযোগ নিতে চায়। শুধু শারীরিক সুযোগ না, আর্থিক সুযোগও নেওয়ার চেষ্টা করে। হয়তো...
আবারও 'গরম পানি' নিয়ে মুখ খুললেন অরুণা বিশ্বাস, কী বললেন সাবা?
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের একাংশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্লাটফর্ম তৈরি করেন। হোয়াটসঅ্যাপে তারা গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন। এখানে সদস্য ছিল ১৬০ জন। আলো আসবেই নামের গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সরব ভূমিকা পালন করেন। ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস যেকোনো মূল্যে আন্দোলন দমন করার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী সোহানা সাবা ও সুইটিদের। ওই কথোপকথনে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে মত দেন তারা! বলেন, যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। এর জন্য শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস! সেই পুরানো প্রসঙ্গ আবারও সামনে এনে অরুণা বিশ্বাস অভিনেত্রী সোহানা সাবাকে জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে অরুণা বিশ্বাস লেখেন, সাবার গলা ব্যথা, কথা বলতে কষ্ট হচ্ছে। বললাম, গরম জল খেয়ে নাও।...
শেখ মুজিবকে নিয়ে বিতর্কে জড়ালেন কঙ্গনা
অনলাইন ডেস্ক
বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। বছরজুড়েই আলোচনা-সমালোচনায় ঘেরা থাকেন এই অভিনেত্রী। এবার তার নতুন সিনেমা নিয়ে নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী। কঙ্গনা রানাউত অভিনীত ও পরিচালিত ইমার্জেন্সি মুক্তি পেয়েছে ১৭ জানুয়ারি। ছবিতে কঙ্গনা, ঋষি কৌশিক ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াশ তালপাড়ে, মাহিমা চৌধুরী, সতীশ কৌশিক, মিলিন্দ সোমন প্রমুখ। এই ছবি মুক্তির পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। সেই বিতর্কের আঁচ ভারত ছাড়িয়ে এসে পড়েছে বাংলাদেশেও। কারণ তাঁর ছবিটিতে আছেন শেখ মুজিবুর রহমানও। ১৯৭৫ সালে ২১ মাস জরুরি অবস্থা জারি করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি। নিজে বিজেপির রাজনীতি করলেও পর্দায় সাবেক কংগ্রেস নেত্রীর চরিত্র করেছেন কঙ্গনা। ঘটনাক্রমে ছবিতে এসেছেন শেখ মুজিবুর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর