ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে সভা আহ্বান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের পাশের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।...
সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে ডেকেছেন ঢাবি উপাচার্য
অনলাইন ডেস্ক
রাতে ঢাবি এলাকায় উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১২টার পরেও সেখানে দুই পক্ষের অবস্থান ও উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাত ১১টার পর শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ঢাবি শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় নীলক্ষেত এলাকায় অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছে। এর আগে রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ...
‘ভিডিও কলে রেখে আত্মহত্যার বিষয়টি সঠিক নয়’
নিজস্ব প্রতিবেদক
গত রোববার(২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি বাসা থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শাম্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি জেলার চৌগাছা থানার নারায়ণপুর গ্রামের জাহিদুর রহমানের মেয়ে। খবর প্রকাশিত হয় তিনি তার প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন। কিন্তু শাম্মীর বান্ধবী বলছেন ভিন্ন কথা। শাম্মীর বান্ধবী আকলিমা খাতুন বলেন, শাম্মী ছিল খুব শান্ত প্রকৃতির। সব সময় চুপচাপ থাকত। বন্ধুদের সঙ্গেও মিশত কম। গত কয়েক দিন ঠিকঠাক ক্লাসে আসত না। জিজ্ঞাসা করলে বলত ভালো লাগে না, শরীর খারাপ। এর বেশি কখনো কিছু বলেনি। তিনি বলেন, শাম্মী ক্লাসে কম কথা বলত এবং অন্যদের সঙ্গে মেলামেশা করত কম।...
‘প্রো-ভিসিকে ক্ষমা চাইতে হবে, না হলে সব বন্ধ’
নিজস্ব প্রতিবেদক
সাত কলেজ শিক্ষার্থীদের অশোভন আচরণ করে কক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ঢাবি প্রো-ভিসিকে (শিক্ষা) ক্ষমা চাওয়াসহ রাতের মধ্যে পাঁচ দফা দাবি মানতে হবে- এমনটাই হুশিয়ারি দিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান। মহাসড়কে অবস্থান নিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না চাইবেন এবং দাবি মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত সায়েন্সল্যাব-নীলক্ষেত সড়ক বন্ধ থাকবে। রোববার (২৬ জানুয়ারি) রাতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের পক্ষ থেকে এসব হুশিয়ারি দেন আব্দুর রহমান। এসময় আব্দুর রহমান তাদের দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো-- ১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। ২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না। ৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর