ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করবেন চিত্রনায়িকা পরীমনি। আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য জানিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে অভিযোগ করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এ ছাড়া আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হননি। এ জন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন...
আত্মসমর্পণ করবেন পরীমনি
অনলাইন ডেস্ক
নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালক আটক
নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালককে আটক করেছে রামপুরা থানা পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। ঘটে যাওয়া ঘটনা নিয়ে ২১ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন নিঝুম। এ সময় ভিডিও বার্তায় সেই ভয়াবহ ঘটনার কথা বর্ণনা করে কেঁদেছিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, তাকে রাইড শেয়ারিং চালক অপহরণের চেষ্টা করেছিলেন। এর আগে অপহরণের চেষ্টা নিয়ে গত ২১ জানুয়ারি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিঝুম রুবিনা, সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭। সেখানে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি...
গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে যা বলছেন পরীমণি
অনলাইন ডেস্ক
ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নিজের প্রতিক্রিয়া দিয়েছেন আলোচিত এই চিত্রনায়িকা। দেশের একটি গণমাধ্যমকে ফোনালাপে পরী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। এছাড়া পরোয়ানার খবরে চিন্তিতও নন তিনি। পরীমণি বলেন, আমি আজ আদালতে যেতে পারিনি। এর আগেও একবার যেতে পারিনি, সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল। এবার আমার অসুস্থতার কারণে। আমি বিছানা থেকে ওঠার মতো শক্তিও পাচ্ছিলাম না। ঠিক থাকলে আমি তো আদালতে যেতাম। আরও পড়ুন পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২৬ জানুয়ারি, ২০২৫ তিনি আরও বলেন, আদালতে যাওয়া...
তদন্তে নতুন মোড়, সাইফের ওপর হামলাকারী আসলে কে?
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে হামলার পর ১৯টি আঙুলের ছাপ পেয়েছিল মুম্বাই পুলিশ। তবে তার সঙ্গে মিল নেই সম্প্রতি গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহবাজের আঙুলের ছাপের। তদন্ত এগোতেই হাই প্রোফাইল এই মামলায় নতুন মোড় নিয়েছে। সূত্রের খবর, অভিনেতার বান্দ্রার বাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টগুলি সিআইডির (CID) বিশেষজ্ঞ দলের কাছে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। একটি সিস্টেম জেনারেটেড রিপোর্ট বলছে, ওই ছাপের সঙ্গে মিল নেই ধৃত শরিফুলের আঙুলের ছাপের। সিআইডি সূত্র থেকে পাওয়া খবর, তাদের বিশেষজ্ঞ টিমের ফিঙ্গারপ্রিন্ট টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন করে বান্দ্রার বাড়ি থেকে পাওয়া সমস্ত ফিঙ্গারপ্রিন্টগুলি সিআইডি-র ল্যাবে পাঠিয়েছে মুম্বাই পুলিশ। গত ১৬ জানুয়ারি মধ্যরাতে বান্দ্রার বিলাসবহুল সৎগুরু শরণ আবাসনে ঢুকে পড়ে এক আততায়ী।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর