ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল। এসব ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এমন অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরটরি মোড় অবরোধ করেন তারা। এক পর্যায়ে প্রো ভিসি ড. মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাতে সাড়া না পেয়ে রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রো ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যান সাত কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা...
মধ্যরাতে নীলক্ষেত এলাকা রণক্ষেত্র, আহত ২০
নিজস্ব প্রতিবেদক
ঢাবি এলাকায় উত্তেজনা: ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাত ১১টার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন। রাত ১১টার দিকে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও ঢাবি শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় নীলক্ষেত এলাকায় অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছে। এর আগে রাত সাড়ে ১০টায় সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল...
সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন এনামুর রহমান। একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।...
যে কারণে গণমাধ্যম সংস্কার কমিশনের সভায় ডাকা হলো হাসিনার আমলের দুই মন্ত্রীকে
অনলাইন ডেস্ক
গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় অংশ নিতে ডাক পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক এক উপদেষ্টাসহ সাবেক দুই মন্ত্রী। গত ২২ জানুয়ারি মতবিনিময়সভা সংক্রান্ত একটি নোটিশ জারি করে গণমাধ্যম সংস্কার কমিশন। ওই নোটিশে বলা হয়েছে, কমিশনের একটি মতবিনিময়সভা আগামী ২৭ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১০টায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে তথ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সভায় উপস্থিত থাকাতে বিভিন্ন টেলিভিশনের মালিকসহ মোট ৪৭ জনকে ডাকা হয়েছে। এর মধ্যে ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর