ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের পর হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই তরুণি বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড। যদিও ওই তরুণীর কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি। হেরাল্ড বলছে, ভারতে অবৈধভাবে বাস করছিলেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত ছিলেন এবং তিনি তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকে তার মরদেহ পাওয়া যায়। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডকে বলেছেন, তার স্বামীর দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। নাজমার ভাইও তথ্যটি নিশ্চিত করেছেন। তিনিও এই শহরে থাকেন। তবে নাজমার কোনো কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন...
ভারতে ধর্ষণের পর ‘বাংলাদেশি তরুণীকে’ হত্যা
অনলাইন ডেস্ক
শনিবার মুক্তি পাচ্ছেন ৪ জিম্মি ও ১৮০ ফিলিস্তিনি বন্দি
অনলাইন ডেস্ক
গাজা যুদ্ধবিরতির চুক্তির আওতায় শনিবার (২৫ জানুয়ারি) হামাস চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, আর এর বিনিময়ে ইসরায়েল তেল আবিবের কারাগার থেকে ১৮০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে। হামাস এরইমধ্যে মুক্তি পাওয়া জিম্মিদের নাম প্রকাশ করেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে চারজন নারী, যাদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা হবে। দ্বিতীয় দফায় হামাসযে চারজন নারী বন্দিকে মুক্তি দিবে তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য। তারা হলেন যথাক্রমে করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। ইসরাইলে আটক ১৮০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তাদের মুক্তি দেয়া হবে। এটি চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ। এর আগে চুক্তি অনুযায়ী, তিন নারী...
ব্যাংককে এক সপ্তাহ গণপরিবহনের ভাড়া ফ্রি
অনলাইন ডেস্ক
আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) থেকে ব্যাংককের বাসিন্দারা এক সপ্তাহের জন্য বিনা ভাড়ায় বাস ও মেট্রোরেল পরিষেবা উপভোগ করতে পারবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এই উদ্যোগে স্বাক্ষর করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুয়াংকিত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বায়ুদূষণ রোধ এবং ব্যক্তিগত পেট্রোলচালিত যানবাহনের ব্যবহার কমিয়ে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবহারে জনগণকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সব পরিবহন কর্তৃপক্ষকে এই নির্দেশনা কার্যকর করতে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। চলতি শীত মৌসুমে ব্যাংককের বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। স্কুল বন্ধ ঘোষণা, জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য কর্মীদের বাড়ি থেকে...
পাকিস্তানে সামরিক মহড়ায় বাংলাদেশি যুদ্ধজাহাজ ইস্যুতে ভারতের প্রতিক্রিয়া
অনলাইন ডেস্ক
১৫ বছরের বেশি সময় পর পাকিস্তানে কোনো সামরিক মহড়ায় বাংলাদেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছেএ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাদের স্বাধীনভাবে অন্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অধিকার রয়েছে। তবে আমরা নিজেদের জাতীয় স্বার্থের দিকে নজর রাখতে কখনোই পিছপা হবো না। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন নিয়ে আবারও প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের ব্যাপারে আমাদের মনোভাব হচ্ছে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাই। অন্য দেশের (পাকিস্তান) সঙ্গে তাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর