কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই আজ মাঠে নামেন দুর্বার রাজশাহী। ভাঙাচোরা দল নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াকু পুঁজি গড়তে পারেনি দলটি। ৯ উইকেটে ১১৯ রানেই থেমেছে তাসকিন আহমেদের দল। ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে রংপুর। ৪ বল মোকাবিলা করে আউট হয়েছেন স্টিভেন টেইল। ১ ওভারে দুই রান নিয়ে সৌম্য সরকারের সঙ্গে এখন ব্যাট করছেন সাইফ হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত ধুঁকেছে রাজশাহী। প্রথম ৮ ব্যাটারের একজনও বিশের ঘর ছুঁতে পারেননি। জিসান আলম ২. সাব্বির হোসেন ১১, এনামুল হক বিজয় ১৩, মৃত্যুঞ্জয় চৌধুরী ১০, এসএম মেহরুব ৭, ইয়াসির আলী করেন ৩ রান। ৫৬ রানে ৬ উইকেট হারায় রাজশাহী। আকবর আলী কিছুটা সময় হাল ধরে ছিলেন। ২১ বলে ১৯ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে তাসকিন আহমেদ আর সানজামুল ইসলামের ব্যাটে কোনোমতে একশ পেরিয়েছে...
রাজশাহীর দেওয়া ১২০ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর
অনলাইন ডেস্ক
তামিমের অর্ধশতক, প্লে অফে বরিশাল
অনলাইন ডেস্ক
রংপুর রাইডার্স এবারের বিপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে। এবার সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। প্রথম ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছিলো ফরচুন বরিশাল। আজ রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিমের অর্ধশতকে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে বরিশাল। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামে সিলেট। ফাহিম আশরাফের বোলিং তোপে আরিফুল হকের দল ব্যাটিং ব্যর্থতায় ১৮ ওভার ১ বলে ১১৬ রানে অলআউট হয়। দলের পক্ষে আহসান ভাট্টি করেন সর্বোচ্চ ২৯ বলে ২৮ রান। এছাড়া জাকের আলি অনিক করেন ১৯ বলে করেন ২৪ রান। বরিশালের পক্ষে ফাহিম আশরাফ ৭ রান খরচায় নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল। তাওহিদ হৃদয় ৭ বলে ৬ ও দাউদ মালান ৮ বলে ৯ রান করে আউট হলে ক্রিজে আসা...
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অশ্বিন
অনলাইন ডেস্ক
ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন দেশটির সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করে ভারত সরকার। সেখানে ক্রিকেটারদের মধ্যে অশ্বিনের নাম রয়েছে। ভারত সরকার প্রতিবছর শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দিয়ে থাকে। অশ্বিনের আগে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার এই সম্মাননা পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন গুরুচরণ সিং, ২০২০ সালে জহির খান আর ভারত জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি ২০১৭ সালে পদ্মশ্রী পান। এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়,...
ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের সুপার সিক্সে হেরে গেছে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের মেয়েদের দেওয়া ৬৫ রানের সহজ লক্ষ্য ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় ভারত। আজ রোববার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা। দলীয় ২৩ রানে উইকেট হারালেও ওপেনার তৃষ্ণা গঙ্গাদি ৩১ বলে ৪০ রান করেন। সানিকা চাল্কে ১১ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ৫ রান করে অপরাজিত থাকেন। এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ১৪ রান করেন জান্নাতুল মাওয়া। এই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর