রাজধানীর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১২টার পরেও সেখানে দুই পক্ষের উত্তেজনা চলছে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন। অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। রাত ১১টার পর শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ঢাবি শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় নীলক্ষেত এলাকায় অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছে। এর আগে রাত সাড়ে ১০টায়...
ঢাবি এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
৮০ ভাগ পুলিশের হৃদয়ে ছাত্রলীগ: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ। তারাই এ সরকারের জন্য কাজ করছে না। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (২৬ জানুয়ারি) জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চারটি বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে। তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণঅভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলেও আশাপ্রকাশ করেন আসিফ নজরুল। এর আগে, সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বিএনপির সঙ্গে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বিএনপির সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের...
প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ মিললো এসকে সুরের লকারে
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এসকে সুর) লকার থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় পাঁচ কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে তার তিনটি লকারে অভিযান চালিয়ে এক হাজার পাঁচ গ্রাম স্বর্ণ, ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৭ হাজার ৩০০ ডলার ও ৭০ লাখ টাকার এফডিআর নথি জব্দ করেছে দুদক। অভিযান শেষে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান বলেন, জব্দ করা সম্পদের পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকার। কাজী সায়েমুজ্জমান বলেন, দুদকের অনুমোদন ক্রমে এসকে সুরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য থাকায় তার সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি হিসাব জমা দেননি। এ জন্য আমরা তার সম্পদ অনুসন্ধানের জন্য তার বাসায় অভিযান চালাই। অভিযানে তথ্য পাওয়া যায় তার কেন্দ্রীয় ব্যাংকের লকারে মালামাল রয়েছে। তার...
শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা
অনলাইন ডেস্ক
উত্তরের ৬ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় এমন শীতল পরিস্থিতি দেখা যাচ্ছে। এ নিয়ে নতুন করে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আজ রোববার (২৬ জানুয়ারি) রাতে দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়, সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বার্তায় বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসহ বাঘাবাড়ি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার (২৭ জানুয়ারি)...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর