আগামী ৭ হতে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য এক্সারসাইস অমান-২০২৫ (EXERCISE AMAN-2025) এ অংশগ্রহণের উদ্দেশে আজ রোববার (২৬জানুয়ারি) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র জয় চট্টগ্রাম নৌবাহিনী জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল কর্তৃক বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিদায়ী অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। EXERCISE AMAN-2025 এ বিশ্বের বিভিন্ন দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক,...
আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে করাচি গেলো বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ
ফ্যাসিবাদ রুখতে আগস্টের শক্তির ঐক্য প্রয়োজন: শিল্প উপদেষ্টা
মুন্সিগঞ্জ প্রতিনিধি
পাঁচ আগস্টের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। রোববার বিকালে মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারবৃন্দের সাথে সাক্ষাৎ ও আলেচনা সভায় এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেছেন, ৫ আগস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। যেন অন্য কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে। বাংলাদেশ যেই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেই প্রতিরোধ, তারুণ্যের প্রতিরোধ সারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়েছে। অনুষ্ঠানে আন্দোলনে শহিদ জেলার ১৬ পরিবারের সদস্যরা অংশ নিয়ে স্মৃতিচারণ করেন। পরে তাদের হাতে স্থানীয় প্রশাসনের আর্থিক অনুদান তুলে দেন উপদেষ্টা। এসময় উপদেষ্টা আদিলুর জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে, জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে...
পরিকল্পিতভাবে বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস: প্রেস উইং
প্রেস বিজ্ঞপ্তি
ভারতের সংবাদপত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেস পরিকল্পিতভাবে বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকার বিরোধি প্রচারণার জন্য মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং বলেছে, পরিকল্পিত প্রচারণার অংশ হিসেবে দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের পলাতক নেতাদের বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি করা বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে। আর এই নেতারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগও রয়েছে। প্রেস উইং গতকাল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে এ কথা জানায়। সেখানে আরও বলা হয়, গোপনে আওয়ামী শীর্ষ নেতারা হাসিনার সঙ্গে যোগাযোগ করছে, তারা আইনের শাসন ফিরে আসার অপেক্ষায় শীর্ষক প্রতিবেদন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যপূর্ণ, এতে সাংবাদিকতার মৌলিক...
ট্রেনের টিকিট কেনা নিয়ে সতর্কবার্তা জারি
অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের টিকিট কেনা নিয়ে সতর্কবার্তা জারি করল রেল মন্ত্রণালয়। এ ব্যাপারে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে রোববার (২৬ জানুয়ারি) বলা হয়েছে, রেলওয়ে সব আন্ত নগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করেছে। ইদানীং লক্ষ করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রয়ের চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এ ছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর