কক্সবাজারের টেকনাফ হতে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচার চক্রের ১ সদস্যকে আটক করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়ার মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশ থেকে তাদের উদ্ধার করা হয়। বাংলাদেশ নৌবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মানবপাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফস্থ বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েত উল্লাহ পালিয়ে গেলেও তার সহযোগী মো. আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়। পাহাড়ের বিভিন্ন স্থান হতে ২ জন বাংলাদেশি নাগরিক ও ১৪...
মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ ১৬ জনকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
আজহারীর মাহফিল থেকে মলম পার্টির তিন সদস্য আটক
অনলাইন ডেস্ক
পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ এলাকায় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে লাখো মানুষের সমাগমের মধ্যে মলম পার্টির তিন সদস্যকে আটক করেছে জনতা। শনিবার (২৫ জানুয়ারি) রাতে সন্দেহজনক আচরণের কারণে উপস্থিত কয়েকজন তাদের আটক করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফিল চলাকালে ভিড়ের সুযোগ নিয়ে ওই তিন ব্যক্তি মানুষের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাদের সন্দেহ করে ধরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেন। পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাহফিলের পাশে আমাদের পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন করে জানিয়েছে মলম পার্টির তিনজনকে জনসাধারণ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।...
মধুখালীতে মৌমাছির কামড়ে প্রাণ গেল যুবকের, আহত ১৭
অনলাইন ডেস্ক
মৌমাছির কামড়ে ফরিদপুরের মধুখালীতে সুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সুশান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার পরিমল কুমার সাহার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি গাছে মৌমাছির চাক ছিল। ওই চাকে কোনো এক পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির দল পথচারীদের কামড়ে আহত করে। মৌমাছির কামড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পশ্চিম গাড়াখোলা এলাকার দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) ও নান্নু শেখের ছেলে মহসিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও পড়ুন সমন্বয়কদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা ২৫ জানুয়ারি, ২০২৫...
সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি, পতাকা বৈঠক
অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলির ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। গুলিবিদ্ধ হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বাসিন্দা বেলালের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিজিবি জানায়, শনিবার আনুমানিক ভোররাত সাড়ে ৩ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, ভারতের অভ্যন্তরে আনুমানিক ১৫০ গজ দূরে, ঘন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর