জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার দায়ে মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার (২৬ জানুয়ারি) এ পরোয়ানা জারি করা হয়। জানা গেছে, জুলাই আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র্যাব প্রধান হারুন। আজ শুনানি এ বিষয় তোলার পর ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়? চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে তদন্ত সংস্থা। এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, শুরুর দিকে দুর্বলতা থাকলে এখন গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এদিন...
হারুন অর রশীদকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক
জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি, পেছাল শুনানি
অনলাইন ডেস্ক
মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি জামিন পেয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত রোববার (২৬ জানুয়ারি) অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন। এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হন। আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পাশাপাশি, তার পক্ষে জামিনের আরেকটি আবেদন করা হলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ৮ অক্টোবর শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ২৮ নভেম্বর...
এসআই মালেক ও কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট বিপ্লবে সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় এসআই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। পুলিশের এই দুই সদস্যের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। গত বছরের ২৬ ডিসেম্বর এসআই মালেককে কিশোরগঞ্জ ও কনস্টেবল মুকুলকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে ট্রাইবুনালে হাজির করা হলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে, ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে ট্রাইব্যুনাল ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন।...
স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
স্লিপার বাস একটি অত্যাধুনিক যাত্রীবাহী বাস বা কোচ। যেখানে ঘুমিয়ে যাতায়াত করা যায়। সারা দেশে এখন স্লিপার বাস বেশ সাড়া ফেলেছে। কিন্তু মহাসড়কে এই স্লিপার বাস নিয়মবহির্ভূতভাবে চলছে দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেনে এক আইনজীবী। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান। রিট আবেদনে বলা হয়, মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে স্লিপার বাসগুলো চলাচল করছে। আনফিট বাসগুলোকেও স্লিপারে রূপান্তর করা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ফিচার ছাড়াই নিম্নমানের চেসিসে অধিক উচ্চতা ও ধারণক্ষমতা নিয়ে এসব স্লিপার কোচ তৈরি করা হয়। তাছাড়া, নিম্নমানের কোচ ব্যবহার করে লাক্সারী ক্যাটাগরির ভাড়া নেয়া হয়। রিটকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান বলেন, একতলা বাসের অনুমতি নিয়ে বাসগুলোকে স্লিপার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর