যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) বাংলাদেশে তাদের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে। আজ রোববার (২৬ জানুয়ারি) ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইউএসএইড বাংলাদেশে তাদের সহায়তা প্রদান স্থগিত করেছে। একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাই প্রথম নীতির অংশ...
ট্রাম্পের আদেশের পর বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম স্থগিত করলো ইউএসএইড
অনলাইন ডেস্ক
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৩ শান্তিরক্ষী নিহত
অনলাইন ডেস্ক
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, তিনজন মালাউইয়ের এবং একজন উরুগুয়ের নাগরিক। রোববার (২৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিআর কঙ্গোর গোমা শহরে বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে গিয়েই এ হতাহতের ঘটনা ঘটে। জাতিসংঘ ইতোমধ্যে গোমা থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে। এদিকে এম২৩ গোষ্ঠী কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে, যাতে রক্তপাত এড়ানো যায়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহিংসতা বন্ধে কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাসও এম২৩ গোষ্ঠীর...
গ্রিনল্যান্ডের বাসিন্দারা আমাদের সঙ্গে থাকতে চায়: ট্রাম্প
অনলাইন ডেস্ক
শপথগ্রহণের পরপরই গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই আশা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের বিশেষায়িত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চলটির নিয়ন্ত্রণ বুঝে পাবে। এসময় ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা এটি পেতে যাচ্ছি এবং দ্বীপটির ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চায়। ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যার কয়েক ঘণ্টা আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসেন ট্রাম্পকে ফোনে স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমি মনে করি মানুষ...
এবারও সৌদি আরবই হতে পারে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর
অনলাইন ডেস্ক
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকে বেছে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদেও সবার আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এমন সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, তাঁর প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে। গেল ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টরা প্রথম...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর