ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিসহ ৪৯ জন অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি সরকার। স্থানীয় গণমাধ্যম লা রিপাবলিকা, স্কাইনিউজ ও আনসা-র প্রতিবেদন অনুযায়ী, ইতালির দ্বীপ লাম্পেদুসার ফাভারোলো বন্দর থেকে রোববার (২৭ জানুয়ারি) তাদের নিয়ে রওনা দেয় ইতালির নৌবাহিনীর জাহাজ মারিনা মিলিটারি। বাংলাদেশ, মিশর, গাম্বিয়া এবং আইভরি কোস্টের নাগরিকদের নিয়ে রওনা হওয়া এ জাহাজটি আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার রাতে আলবেনিয়ার সেনজিন বন্দরে পৌঁছানোর কথা। এসব অভিবাসীদের প্রাথমিকভাবে আলবেনিয়ায় ইতালীয় অভিবাসী কেন্দ্রে রাখা হবে। এরপর দ্রুত আশ্রয় প্রক্রিয়া সম্পন্ন করে বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিবেদনে বলা হয়, ইতালির নিরাপদ দেশের তালিকায় থাকা ৪৯ জন অভিবাসীকে...
৪৯ বাংলাদেশিসহ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি
অনলাইন ডেস্ক
এবার বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রায় ১৮ হাজার কর্মীর গত বছর মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তারা আটকে যান। তবে সুখবর হচ্ছে তাদের মধ্যে ৭ হাজার ৯৬৪ জন প্রথম ধাপে দেশটিতে যেতে পারবেন। সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, ১৮ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে জানান। সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশের কর্মীদের নেওয়ার জন্য যাচাই-বাছাই করতে হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন। তিনি আরও বলেন, এই কমিটি গত এক মাসে দুটি বৈঠকে বসে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কমিটি...
মডেল সার্ক শীর্ষ সম্মেলনে মালদ্বীপের শিক্ষার্থীরা
মালদ্বীপ প্রতিনিধি :
দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে, সার্ককে পুনরুজ্জীবিত করার লক্ষে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য প্রথম কোনো মডেল সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করেন দেশটির আহমদিয়া ইন্টারন্যাশনাল স্কুল। সোমবার (২৭ জানুয়ারি) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে শিক্ষার্থীদের জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেন স্থানীয় গণমাধ্যম। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সমস্যা এবং সম্ভাব্য সমাধানের প্রতিফলন নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল ও আফগানিস্তানসহ মোট আটটি দেশের নেতৃত্বাধীন, প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করেন মালদ্বীপের এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর...
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রক্তদান কর্মসূচি
অনলাইন ডেস্ক
মালদ্বীপে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিসের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম আয়োজন করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই প্রথমবারের মতো রক্তদান করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং অন্যদেরও এতে অংশ নেওয়ার আহ্বান জানান। কর্মসূচির স্টল পরিদর্শন করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, মানবিক এ ধরনের উদ্যোগ মালদ্বীপে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে এবং দুদেশের মানুষের সম্পর্ক আরও দৃঢ় করবে। রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর