নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের বিয়ে নয়, বরং ওয়েব ফিল্ম নীল সুখ এর চরিত্র অর্পা ও মারুফর বিয়ের দাওয়াত দিয়েছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লেখেন, অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে! এরপর অভিনেত্রী উল্লেখ করেন, নীল সুখ চলছে বিঞ্জে! এটি ছিল ওয়েব ফিল্ম নীল সুখ এর প্রোমোশনাল পোস্ট, যা আজ (১৮ ফেব্রুয়ারি) থেকে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে। ভিকি জাহেদ পরিচালিত এই ওয়েব ফিল্মে অর্পা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, আর মারুফ চরিত্রে রয়েছেন অভিনেতা ফররুখ আহমেদ রেহান। নীল সুখ তে একটি নিখাদ ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে।...
বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন
অনলাইন ডেস্ক
![বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন](https://images.weserv.nl/?url=https%3A%2F%2Fasset.news24bd.tv%2Fpublic%2Fnews_images%2F2025%2F02%2F18%2F1739893691-027b3b3b90868a7aaec005d2427418bb.jpg&q=12&output=webp&max-age=110?w=1920&q=100)
'মান্নার জীবনকাহিনী নিয়ে তৈরি হবে সিনেমা'
অনলাইন ডেস্ক
!['মান্নার জীবনকাহিনী নিয়ে তৈরি হবে সিনেমা'](https://images.weserv.nl/?url=https%3A%2F%2Fasset.news24bd.tv%2Fpublic%2Fnews_images%2F2025%2F02%2F18%2F1739882668-7ee8e341370f69f23a9a23f6f41643c1.jpg&q=12&output=webp&max-age=110?w=1920&q=100)
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্নার জীবনকাহিনী নিয়েসিনেমা তৈরি হবে বলে ঘোষণা দিয়েছেন অভিনেতার স্ত্রী শেলী মান্না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকীতে সিনেমা বানানোর পরিকল্পনা গণমাধ্যমকে জানান তিনি। তিনি বলেন, মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই শুরু হবে সিনেমা নির্মাণের কাজ। শেলী বলেন, সিনেমা নির্মাণের পরিকল্পনা অনেক আগে থেকেই। রাফ একটি চিত্রনাট্য তৈরি করা হয়েছে। কিন্তু মামলা চলমান থাকায় রায়ের অপেক্ষায় আছি। মামলায় শেষটা জানা গেলেই সম্পূর্ণ চিত্রনাট্য তৈরি হবে। তখনই মান্না ভক্তদের কমপ্লিট একটা সিনেমা উপহার দিতে পারবো। মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, আসলে মৃত্যুবার্ষিকী বেদনাদায়ক। এখানে উৎসবের কোনো বিষয় নেই। প্রতিবছরের মতো এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন ছিল। সারাদেশে...
‘একটা চুম্বন প্লিজ...’, গায়ককে দেখেই রসিকতা
অনলাইন ডেস্ক
![‘একটা চুম্বন প্লিজ...’, গায়ককে দেখেই রসিকতা](https://images.weserv.nl/?url=https%3A%2F%2Fasset.news24bd.tv%2Fpublic%2Fnews_images%2F2025%2F02%2F18%2F1739879998-fb28a4629a7188a60484091816d3c2af.jpg&q=12&output=webp&max-age=110?w=1920&q=100)
জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুম্বনের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে একের পর এক সমালোচনা। লাইভ অনুষ্ঠান চলাকালীন উদিত মঞ্চেই তাঁর ভক্তকে চুম্বন করেন। যে ভিডিও নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। এই ঘটনার পর একটি অনুষ্ঠানে যোগ দিতেই উদিতকে দেখে পাপারাৎজিরা রসিকতা করতে শুরু করেন। ভিডিওতে উদিত নারায়ণকে আচমকা এক নারী ভক্তকে চুম্বন করতে দেখে অনেকেই সমালোচনা করেছেন। সম্প্রতি উদিত নারায়ণ দ্য রোশানস ডকুমেন্টারি সিরিজের সাকসেস পার্টিতে উপস্থিত হয়েছিলেন। সেখানে ছবি তোলার সময়, পাপারাৎজিরা তাঁকে রসিকতা করে আবারও চুম্বনের প্রস্তাব দেন। শিল্পীকে বলতে শোনা য়ায়, স্যার, একটা চুম্বন হয়ে যাক প্লিজ। উদিত অবশ্য এ কথা হেসে উড়িয়ে দিয়েছেন। ভিডিওটি দেখে নানা মুনির নানা মত। কেউ বলেছেন, খুব মজা লাগছে, তাই না? এটা যতক্ষণ না পাপারাৎজিদের সঙ্গে...
মেকআপহীন ছবির প্রশংসায় ভাসছেন নুসরাত ফারিয়া
অনলাইন ডেস্ক
![মেকআপহীন ছবির প্রশংসায় ভাসছেন নুসরাত ফারিয়া](https://images.weserv.nl/?url=https%3A%2F%2Fasset.news24bd.tv%2Fpublic%2Fnews_images%2F2025%2F02%2F18%2F1739864530-2e89f30bf4b41ac64f0221729ca85ed1.jpg&q=12&output=webp&max-age=110?w=1920&q=100)
শোবিজ অঙ্গনের মডেল-অভিনেত্রী মানেই গ্ল্যামার লুক আর লাস্যময়ী উপস্থাপনা। সোমবার সন্ধ্যায় নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে মেকআপহীন ঘরোয়া লুকেই দেখা মিলেছে এই অভিনেত্রীর। যে সাধারণ লুকের প্রশংসায় মগ্ন অনুরাগীরাও অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয় নুসরাত ফারিয়া তবে এবার নুসরাত ফারিয়া বেশ সাধারণ বেশেই নিজেকে হাজির করলেন ভক্তদের সামনে। অনুরাগীদের সংস্পর্শে থাকেন সবসময় তিনি। এবার নিজের খুব সাধারণ কিছু ছবি পোস্ট করে চমকে দিলেন সবাইকে। কালো সালোয়ার কামিজের সঙ্গে কপালে ছোট্ট একটা টিপ। সেই ছবি ফেসবুকে প্রকাশ করে ফারিয়া লিখেছেন, তার চোখে তুমি সবসময় সুন্দর। ছবিগুলো দেখে ভক্তরাও অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ মন্তব্য করছেন, সুহাসিনী। কেউ লিখেছেন, অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর। কারো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর