Content-Length: 110330 | pFad | https://amarbarta.com/country/41157
পল্লী উন্নয়ন প্রযুক্তি মানসম্মত উন্নত মানের বীজ আলু ডায়মন্ড,ও এসটিক্স, আলু উৎপাদনে ২০২৫ সাধারণ কৃষি দিবস পালিত চিরাভিজা গোলনা ড্রাগন বাগান সংলগ্ন আলু বীজ উৎপাদন অফিস। এবং উন্নত মানের আলু চাষাবাদ ও পরামর্শ দেওয়া হয় এই কৃষি অফিস থেকে।
শনিবার (২৫ জানুয়ারী) আলু উৎপাদন ও কৃষি অফিসারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি।
আরো উপস্থিত ছিলেন ডক্টর এম এ মতিন উদ্দীপনএগ্র ম্যানেজিং ডিরেক্টর বগুড়া,এবং উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নায়ারুজ্জামান, নীলফামারী জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম, জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা, ও জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু সাজ্জাদ, সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং বিভিন্ন মানসম্মত ও উন্নত মানের আলু উৎপাদনে এগিয়ে ।
Fetched URL: https://amarbarta.com/country/41157
Alternative Proxies: