Content-Length: 21722 | pFad | https://amarbarta.com/country/41159/print

print | ১৭ বছর পরে কুমারখালির চাঁপড়া ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন

১৭ বছর পরে কুমারখালির চাঁপড়া ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ

  মোঃ হাসিবুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) কুষ্টিয়া :

চাঁপড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়

দীর্ঘ ১৭ বছর পর কুমারখালি থানার চাঁপড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ০৩:০০ টার সময় চাপড়া ইউনিয়নের ঢেঁকিপারা ব্রিজ সংলগ্ন একটি বিল্ডিং ঘরে এ অফিসের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান করা হয়।

কুমারখালী থানার নবগঠিত বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান শাহিন প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। 

 উক্ত অনুষ্ঠানে কুমারখালী থানার নবগঠিত বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান শাহিন বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে চাপড়া ইউনিয়ন বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে চাপড়া ইউনিয়ন  বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্যও নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান কুমারখালী থানার নবগঠিত বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান শাহিন ।এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল্লাহ শেখ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, থানা আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, মোঃ ফরহাদ হোসেন সাবেক আহ্বায়ক চাপড়া ইউনিয়ন বিএনপি, ও আলী আজম সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক চাপড়া ইউনিয়ন বিএনপি। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বিন্দু , মোঃ আনিছুর জামান, আবুল কাশেম, মোঃ সুমন সরদার, মোঃ মোশারফ হোসেন, মোঃ আত্তাব  হোসেন, মোঃ খালিদ মাস্টার, ওসমান ফারাজি, মোঃ মিঠু আহমেদ, আব্দুল মজিদ ও মোঃ আয়নাল শেখ। 

 অনুষ্ঠানের সমাপনীতে শত শত নেতাকর্মীকে এক সাথে থেকে দলের জন্য ভালো কাজ করার আহ্বান জানান মোঃ মিজানুর রহমান শাহিন।









ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://amarbarta.com/country/41159/print

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy