Content-Length: 114868 | pFad | https://amarbarta.com/religion-and-life/42731
সৌদি আরবে অবস্থিত মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এবার রমজানে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। পাঁচ সালামে ১০ রাকাত তারাবির নামাজ শেষে জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে।
হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্ত জানিয়েছেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস। খবর ইনসাইড দ্যা হারামাইনের। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এর আগে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ১০ রাকাত করা হয়। এরপর টানা কয়েক বছর ধরে মসজিদ দুটিতে ১০ রাকাত তারাবির নামাজ চলমান রয়েছে। ২০২৫ সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
তবে ধারণা করা হচ্ছে মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়ার জন্যও ১০ রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। মসজিদে হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর উমরাহ পালনকারী আসেন। ১০ রাকাত তারাবির ফলে উমরাহ ও নামাজ দুইটিই সহজভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে মনে করে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, রমজান মাসে রাতের ইবাদত হিসেবে ইশার নামাজের পর তারাবি নামাজ আদায় করা হয়। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের প্রায় সব দেশেই পবিত্র রমজান মাসে ২০ রাকাত তারাবি নামাজ আদায় করা হয়। মসজিদে গিয়ে উৎসবমুখর পরিবেশে তারাবি নামাজ পড়েন মুসলমানেরা। রমজান মাসের প্রতি রাতেই তারাবি আদায়ের জন্য মসজিদগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
আমার বার্তা/এমই
Fetched URL: https://amarbarta.com/religion-and-life/42731
Alternative Proxies: