Content-Length: 314842 | pFad | https://bn.wikipedia.org/wiki/%E0%A7%A7%E0%A7%AE_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A

১৮ মার্চ - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

১৮ মার্চ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১  

১৮ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭৭তম (অধিবর্ষে ৭৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৮ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৭৮৬ - কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।
  • ১৮০০ - শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।
  • ১৮৭১ - ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৪ - চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
  • ১৯৬৫ - সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।
  • ১৯৯৪ - বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ২০২০ - করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।
  • ১৬৯০ - প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ ক্রিস্টিয়ান গোল্ডবাখ জন্মগ্রহণ করেন।
  • ১৭৮২ - আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট জন সি. কালহউন জন্মগ্রহণ করেন।
  • ১৮২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র্যান্ডাল ক্রেমার জন্মগ্রহণ করেন।
  • ১৮৩৭ - গ্রোভার ক্লিভ্‌ল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।
  • ১৮৫৮ - ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক একজন জার্মান উদ্ভাবক রুডলফ ডিজেল জন্মগ্রহণ করেন।
  • ১৮৬৯ - ইংরেজ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৪ - রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৭ - অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল জন্মগ্রহণ করেন।
  • ১৯০১ - শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক । (মৃ.০২/০১/১৯৭৬)
  • ১৯০৩ - ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী গালেয়াযো কিয়ান জন্মগ্রহণ করেন।
  • ১৯১০ - শিশু সাহিত্যিক বিমল ঘোষ জন্মগ্রহণ করেন।(মৃ.১৯৮২)
  • ১৯১২ - বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক। (মৃ.০২/১২/১৯৯১)
  • ১৯২৬ - হিমানীশ গোস্বামী বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ৷(মৃ.১৪/০৩/২০১২)
  • ১৯২৮ - রাজনীতিবিদ ও ১২ তম প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস জন্মগ্রহণ করেন। ।
  • ১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৮ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর জন্মগ্রহণ করেন। ।
  • ১৯৩৯ - রন অ্যাটকিনসন,সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়
  • ১৯৪৭ - ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ডেভিড লয়েড জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৯ - ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লুক বেসন জন্মগ্রহণ করেন।
  • ১৯৭০ - আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও রাপার কুইন লাতিফা জন্মগ্রহণ করেন।
  • ১৯৮১ - জার্মান ফুটবলার টম স্টারকে জন্মগ্রহণ করেন।
  • ১৯৮৭ - আর্জেন্টিনার ফুটবলার জন্মগ্রহণ মাউরো যারাটে করেন।
  • ১৯৯৬ - ম্যাডেলিন ক্যারল, একজন বিখ্যাত আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য,

[সম্পাদনা]

তেল বরাদ্দের বার্ষিকী (মেক্সিকো)

খ্রিস্টীয় ভোজ দিবস:

জেরুসালেমের আলেকজান্ডার

লুস্কার অ্যানসেল্ম

জেরুসালেমের সিরিল

এডওয়ার্ড দি শহীদ

ফ্রিডিয়ানাস

উদ্ধারক

১৮ মার্চ (পূর্ব অর্থোডক্স লিটারজিক্স)

পতাকা দিবস (আরুবা)

গ্যালিপোলি স্মৃতি দিবস (তুরস্ক)

পুরুষ ও সৈনিক দিবস (মঙ্গোলিয়া)

অর্ডন্যান্স কারখানা দিবস (ভারত)

শীলার দিন (আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া)

শিক্ষক দিবস (সিরিয়া)

বহিঃসংযোগ

[সম্পাদনা]








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://bn.wikipedia.org/wiki/%E0%A7%A7%E0%A7%AE_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy