বাউফলে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তরিকুল শরীফ (৩৫) নামে একজন মোটরসাইকেল দুর্ঘটনায় ও সেন্টু প্যাদা (৫০) নামে আরেকজন নৌপথে নিহত হন।

বৃহস্পতিবার (২৩জানুয়ারি) সকালে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর এলাকায় এবং তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়নের অংশে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক তরিকুল ইসলাম কনকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু বকর শরীফের ছেলে এবং নিহত জেলে সেন্টু প্যাদা কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আওলাদ প্যাদার ছেলে।

জানা যায়, বাউফল-বরিশাল মহাসড়কের রাজনগর এলাকায় মোটরসাইকেলচালক তরিকুল সড়ক দুর্ঘটনায় নিহত হন। স্থানীয়রা ভাঙা মোটরসাইকেল (পটুয়াখালী-মেট্রো-হ-১২-২৬১১) এর পাশেই মাথা থেতলানো অবস্থায় তাকে দেখতে পান। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে।

অপরদিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়ন অংশের মঠবাড়িয়া পয়েন্টে লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে সেন্টু প্যাদা মারা যান। তিনি পেশায় একজন জেলে। এসময় তার সঙ্গে থাকা রেজাউল খাঁ ও সুজন ফকি সাঁতার কেটে তীরে ওঠেন। তাদের দাবি, পারাবত ১৫ নামের একটি লঞ্চ সজোরে তাদের ট্রলারে ধাক্কা দেয়।

কালাইয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানিয়েছেন, ঘন কুয়াকাশার কারণে লঞ্চের নাম নিশ্চিত হওয়া যায়নি। লঞ্চটি শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অনেক ভোরের ঘটনা হওয়ায় নিশ্চিত ভাবে জানা যায়নি কীভাবে দুর্ঘটনাগুলো ঘটেছে। তদন্ত চলছে। উভয় ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

 আব্দুস সালাম আরিফ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।