টাঙ্গাইলের কালিহাতিতে চিত্রনায়িকা পরীমনির হাতে অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের কথা ছিল। কিন্তু চাপে পড়ে অনুষ্ঠান বাতিল হয়ে যায়। ব্যাপারটি নিয়ে মুখ খুললেনে চিত্রনায়িকা পরীমনি। এ ব্যাপাারে আজ শনিবার (২৫ জানুয়ারি) তার বিরোধীতা ও সমালোচনাকারীদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নায়িকা। ফেসবুকে তিনি লেখেন, এতো চুপ করে থাকা যায় নাকি!!! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!? কি বলার আছে আর .এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে ! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা ??? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। আরও পড়ুন:চাপে পণ্ড...
‘চাপে’ অনুষ্ঠান বাতিল, ক্ষোভ ঝাড়লেন পরীমনি
অনলাইন ডেস্ক
অভিনয় ছেড়ে ইসলামের পথে তামিম মৃধা
অনলাইন ডেস্ক
বর্তমান সময়ের অভিনেতাদের একজন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিতি তার। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট করেন। ইংরেজিতে দেওয়া পোস্টে তালহা লিখেছেন, আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি আরও বলেন, আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। গতকাল শুক্রবার ( ২৪ জানুয়ারি ) তামিম মৃধা তার ফেসবুকে পেজে দুটি ছবি পোস্ট করেন। যেমন ছিলেন তিনি নামে রাসুল (স.) এর একটি সিরাত বই হাতে তাকে দেখা গেছে ছবিটিতে। ছবিটিতে আরও দেখা যায় দাড়ি রেখে সুন্নাতকে কবুল করেছেন তিনি। ক্যাপশনে তিনি জুমা মুবারক জানিয়ে লেখেন,...
আসিফের ফেসবুক স্ট্যাটাস, ফ্যাসিবাদী শক্তি ছাড়া কারও সাথে শত্রুতা নয়
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা/ডিবেট থাকবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারও সাথে কারও শত্রুতা থাকবে না। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা লিখেন। স্ট্যাটাসে তিনি বলেন, শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এদেশের স্বার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবে। প্রাচীন যুগ থেকে...
পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। বেশ কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, তারা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে এই খবর যে আসলেই গুজব তা নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আমরা নিজ নিজ জায়গায় আছি, সাবাই ভালো আছি। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা। আরও পড়ুন সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লাহ ২৪ জানুয়ারি, ২০২৫ আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত