ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭০ জন রাজধানী ঢাকার এবং ৭১ জন ঢাকার বাইরের। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭০ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৯ হাজার জন। এর মধ্যে ৯৮ হাজার ২৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৬১ জন।

উল্লেখ্য, ২০২৩ সাল ছিল দেশের ইতিহাসে ডেঙ্গুর জন্য সবচেয়ে ভয়াবহ বছর। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন।

Nagad