Content-Length: 331584 | pFad | https://bn.wikipedia.org/wiki/%E0%A7%A8%E0%A7%AB_%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0

২৫ নভেম্বর - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

২৫ নভেম্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০

২৫ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৯তম (অধিবর্ষে ৩৩০তম) দিন। বছর শেষ হতে আরো ৩৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৫৩৮ - পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।
  • ১৭৫৯ - একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে । তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।
  • ১৮১৩ - জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
  • ১৮৩৮ - ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
  • ১৮৩৯ - ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে ঘূর্ণিঝড় আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
  • ১৮৭৫ - ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।
  • ১৮৮০ - ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।
  • ১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।
  • ১৯৩৬ - জার্মানিজাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া
  • ১৯৭৫ - দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯১ - মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।
  • ১৯৯১ - খুলনা বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
  • ১৯৯২ - চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।
  • ১৯৯৬ - পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।
  • ২০০১ - সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।
  • ২০০৪ - রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
  • ২০০৭ - উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।

মৃত্যু

[সম্পাদনা]
  • ১৫৬০ - আন্দ্রেয়া ডরিয়া, ইতালীয় এডমিরাল।
  • ১৮৫৭ - সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক।
  • ১৮৮৫ - টমাস এ. হেন্ড্রিক্স, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ২১তম উপ-রাষ্ট্রপতি।
  • ১৯১১ - ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।
  • ১৯২৫ - যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী। (জ.১৯/০১/১৮২২)
  • ১৯৪১ - বিনয় কুমার, সমাজতাত্ত্বিক।
  • ১৯৫০ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও নাট্যকার।
  • ১৯৫৬ - অলিয়েক্সান্দ্র পেত্রভিচ দোভজেন্‌কো, ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৫৯ - জেরার্ড ফিলিপ, ফরাসি অভিনেতা।
  • ১৯৭০ - ইয়ুকিও মিশিমা, জাপানি লেখক, অভিনেতা ও পরিচালক।
  • ১৯৭৩ - লরেন্স হার্ভি, লিথুয়ানীয় ব্রিটিশ অভিনেতা। (জ. ১৯২৮)
  • ১৯৭৪ - উ থান্ট, জাতিসংঘের তৃতীয় মহাসচিব।
  • ১৯৮১ - রাইচাঁদ বড়াল,প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক।(জ.১৯/১০/১৯০৩)
  • ১৯৯০ - ভারতের ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস
  • ১৯৯৭ - হাস্টিংস বান্ডা, মালাউইর চিকিৎসক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
  • ২০১৩ - উইলিয়াম অ্যান্থনি ফোকেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • ২০১৬ - ফিদেল কাস্ত্রো , কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।(জ.১৩/০৮/১৯২৬)
  • ২০২০ -

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://bn.wikipedia.org/wiki/%E0%A7%A8%E0%A7%AB_%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy