বিষয়বস্তুতে চলুন

আতিক ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক আতিকুল ইসলাম
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য
কাজের মেয়াদ
২৫ ফেব্রুয়ারি ২০১৬ – ২১ আগস্ট ২০২৪
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাপিএইচডি
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়
সিডনি বিশ্ববিদ্যালয়

আতিকুল ইসলাম হলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।[]

শিক্ষা

[সম্পাদনা]

আতিক ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বি.কম সম্মাননা ও এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি সিপিএ অস্ট্রেলিয়ার ফেলো এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সদস্য।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আতিক ইসলাম অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও সরকার অনুষদের নির্বাহী ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার একাডেমিক কর্মজীবনে, সিডনি বিশ্ববিদ্যালয়, কার্টিন বিশ্ববিদ্যালয়, ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫-২০০৮ পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ে স্কুল অব কমার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[]

২০১৬ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বারের জন্য পুনরায় নিয়োগ পেয়েছিলেন। ২০২৪ সালে মার্চ মাসে তিনি রাষ্ট্রপতি কর্তৃক একই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে ২০২৮ সাল পর্যন্ত চার বছর মেয়াদে তৃতীয়বারের মতো নিয়োগ পান।[]

২০২৪ সালের ২১ আগস্ট অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড তাকে বরখাস্ত করেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলাম বরখাস্ত"JagoNews 24। ২২ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "Professor Atiqul Islam made new Vice-Chancellor of NSU"www.northsouth.edu। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "তৃতীয় মেয়াদে নর্থসাউথের ভিসি হলেন অধ্যাপক আতিকুল ইসলাম"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪ 
  4. "নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলাম বরখাস্ত"Samakal। ২২ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ 
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy