হৃদয়নাথ মঙ্গেশকর
পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর (মারাঠি: हृदयनाथ मंगेशकर; ২৬ অক্টোবর ১৯৩৭) একজন ভারতীয় সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী। তিনি সঙ্গীতজ্ঞ পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের সর্বকনিষ্ঠ সন্তান এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ঊষা মঙ্গেশকর, ও মীনা খড়িকরের ছোট ভাই।[১] তিনি সঙ্গীত ও চলচ্চিত্রশিল্পে বালাসাহেব নামেও সুপরিচিত।
হৃদয়নাথ মঙ্গেশকর মারাঠি: हृदयनाथ मंगेशकर | |
---|---|
প্রাথমিক তথ্য | |
উপনাম |
|
জন্ম | সাংলী, মহারাষ্ট্র | ২৬ অক্টোবর ১৯৩৭
ধরন | ভারতীয় শাস্ত্রীয়, পপ, লোক |
পেশা | সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | হারমোনিয়াম, তবলা |
কার্যকাল | ১৯৫৫-২০০৯ |
হৃদয়নাথ ১৯৯০ সালের লেকিন... চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৯ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করে।[২]
জীবনী
সম্পাদনাহৃদয়নাথ ১৯৩৭ সালের ২৬শে অক্টোবর মহারাষ্ট্রের সাংলীতে জন্মগ্রহণ করেন। তিনি পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ও সেবন্তীর সর্বকনিষ্ঠ সন্তান এবং একমাত্র পুত্র। তার চার বোন হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ঊষা মঙ্গেশকর, ও মীনা খড়িকর।
হৃদয়নাথ মারাঠি কৌতুকাভিনেতা দামুআন্না মালবনকরের কন্যা ভারতী মালবনকরকে বিয়ে করেন। তাদের দুই পুত্র আদিনাথ ও বৈজনাথ এবং কন্যা রাধা মঙ্গেশকর। রাধা হৃদয়নাথের নিকট তালিম নেন এবং বেশ কিছু মঞ্চ অনুষ্ঠানে তার সাথে গান করেন। ২০০৯ সালে রাধা তার প্রথম অ্যালবাম নাব মাজা সামি প্রকাশ করেন।[৩]
পুরস্কার
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "When the Mangeshkars came together for a book launch"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২১ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "List of Padma awardees 2009"। দ্য হিন্দু। ২৬ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "The Gen Y Mangeshkar"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "38th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Padma Shri for Hridaynath Mangeshkar"। ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। পুনে। ২৬ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে হৃদয়নাথ মঙ্গেশকর (ইংরেজি)