বিষয়বস্তুতে চলুন

সিনাই পর্বত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাইবেলের মাউন্ট সিনাই থেকে পুনর্নির্দেশিত)
সিনাই পর্বত
সিনাই পর্বতের শীর্ষদৃশ্য
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা২,২৮৫ মিটার (৭,৪৯৭ ফুট)
সুপ্রত্যক্ষতা৩৩৪ মি (১,০৯৬ ফু) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
তালিকাভুক্তি
স্থানাঙ্ক২৮°৩২′২৩″ উত্তর ৩৩°৫৮′২৪″ পূর্ব / ২৮.৫৩৯৭২° উত্তর ৩৩.৯৭৩৩৩° পূর্ব / 28.53972; 33.97333
ভূগোল
অবস্থানসেন্ট ক্যাথেরিন শহর, সিনাই উপদ্বীপ, মিশর

সিনাই পর্বত (আরবি: طور سيناء ,toor sinaa'i) (হিব্রু ভাষায়: הר סיני ,har sina'i), মিশরের একটি ধর্মীয় গুরুত্ববহ পর্বত। এটি মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে আবস্থিত। বেদুইনদের কাছে এটি হোরেব পর্বত, মুসা পর্বত, গাবাল মুসা তথা জাবাল মুসা (মুসার পর্বত) হিসেবেও পরিচিত ছিল।

সিনাই পর্বতের ধর্মীয় তাৎপর্য নানামুখী। সিনাই পর্বতের কথা কোরআনের[]সূরা ত্বীনে বলা হয়েছে। হয়রত মুসা এই পর্বতের ওপর অবস্থানকালে নবুয়ত লাভ করেন।[] এটি আরবের বেদুইন এবং খ্রীষ্টানদেরও নিকটও একটি ঐতিহ্যবাহী অবস্থান।[]

ভূগোল

[সম্পাদনা]

সিনাই পর্বতটির উচ্চতা ২২৮৫ মিটার। এটি উচ্চতার দিক থেকে মিশরের কাতেরিনা পর্বতের পরই দ্বিতীয় স্থানে রয়েছে। কাতেরিনা পর্বতের উচ্চতা ২৬৩৭ মিটার এবং এটি প্রায় ৫ কিমি দক্ষিণ-পশ্চিমে আবস্থিত। পর্বতের উপরে উঠার জন্য দুইটি রাস্তা রয়েছে। প্রথম পথটি শিকেত এল বাশাইত হিসেবে পরিচিত। এটি অনেক লম্বা এবং খাড়া হয়ে উঠেছে। পায়ে অথবা স্থায়ী বেদুইনদের উটের সাহায্যে উপরে উঠা যায়। পায়ে হেটে উপরে উঠাতে প্রায় দুই ঘণ্টার মত লাগে। দ্বিতীয় পথটি শিকেত সাইদনা মুসা হিসেবে পরিচিত। এটি সরাসরি, তাড়াতাড়ি এবং আশ্রমের পিছে দিয়ে যায়। এই রাস্তাটি প্রায় ৩৭৫০ মিটার লম্বা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tafsir Ibn Kathir"। qtafsir.com। ২০০২-১০-২৬। সংগ্রহের তারিখ ২০১৫-০১-৩০ 
  2. জোসেফ জ়ে. হোবস্, সিনাই পর্বত (টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রেস) ১৯৯৫, ভূগোল, ইতিহাস এবং ধর্ম হিসেবে সিনাই পর্বতের আলোচনা করে।

আরও দেখুন

[সম্পাদনা]
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy