কুটু ভুটু
অবয়ব
(Kutu Bhutu থেকে পুনর্নির্দেশিত)
কুটু ভুটু (ইংরেজি : Kutu Bhutu) হলো দুরন্ত টিভি দ্বারা তৈরি একটি অ্যানিমেশন সিরিজ।[১] এটি দুরন্ত টিভির তৈরি প্রথম কোন কার্টুন অ্যানিমেশন সিরিজ।[২] এটির পরিচালক সুমনা সিদ্দিকী। সিরিজটি নীরব তবে হাস্যরসাত্বক; চরিত্রগুলো কোনো ভাষা ব্যবহার করে না। এটি ৩ নভেম্বর ২০২৩-এ প্রথম প্রচারিত হয়।[৩]
কাহিনিসংক্ষেপ
[সম্পাদনা]কুটু একটি কাঠবিড়ালী, যে একটি খোলামেলা বাড়ির বাগানে একটি গাছে বাসা বেঁধেছে। সে এটা সেটা চুরি করে খায়। সাথে সে ভুটু নামের কুকুর কে বোকা বানাতে ব্যস্ত থাকে। ভুটু কুটুর চুরি করা জিনিসপত্র উদ্ধার করতে কুটুর পিছনে ছুটতে থাকে। এবং সে কুটুকে শায়েস্তা করে।
পর্বসমূহ
[সম্পাদনা]পর্ব | নাম |
---|---|
১ | ফুটবল হট্টগোল |
২ | ঘুড়ি ও দুষ্টু কাক |
৩ | মাছ ধরি মজা করি |
৪ | চোর ধরার গল্প |
৫ | ভেলা |
৬ | কুটু ভুটুর দুরন্তপনা |
৭ | জন্মদিনের কেক |
৮ | মেছোবিড়াল |
৯ | কুটু ভুটুর ভিডিও |
১০ | সুপারহিরো ভুটু |
১১ | ভুটুর ভুট্টা |
১২ | পাঠশালা |
১৩ | জাদু |
১৪ | খাবার নিয়ে বাড়াবাড়ি |
১৫ | হাট্টি মাটিম ডিম |
১৬ | বারবিকিউ পার্টি |
১৭ | পেটের ভিতর বড়ই গাছ |
১৮ | গুপ্তধনের খোঁজে |
১৯ | জাদুর প্রদীপ |
২০ | বেলুন |
২১ | কে হবে রাজা? |
২২ | আচার উদ্ধার |
২৩ | আয়নার রহস্য |
২৪ | হ্যামক |
২৫ | ফাঁদ |
২৬ | কে কুটু কে ভুটু! |
চরিত্রসমূহ
[সম্পাদনা]- কুটু একটি হলুদ রঙের লোমষ কাঠবিড়ালী যার পেট , লেজের নিচের দিক, মুখ এবং কানের ভেতরে সাদা । এবং মুখ-এর ভেতর কালো রঙের একটি ছোট নাক। কুটু ভুটুকে যেমন বোকা বানায় তেমন ভালোবাসেও । কুটুর একটি দল আছে। তাতে আছে একটি টুনটুনি পাখি এবং একটি রাজহাঁস ।
- ভুটু একটি হালকা বাদামী রঙের কুকুর যার পেট , হাত-পা, মুখ সাদা । এবং মুখ-এর ভেতর কালো রঙের একটি বড় নাক। ভুটু কুটুকে যেমন শায়েস্তা করে তেমন ভালোবাসেও। ভুটুর একটি দল আছে । তাতে আছে একটি কবুতর এবং দুইটি মুরগি।
- টুনটুনি একটি হালকা সবুজ রঙের পাখি যার পেট সাদা । সে কুটুকে সবচেয়ে বেশি সাহায্য করে। সে ভুটুকে বোকা বানানোর জন্য নানান উপায় ভাবতে থাকে।
- বিড়াল একটি ধূসর রঙের স্তন্যপায়ী প্রানী। যে কুটু ভুটুকে বিরক্ত করে। এর সঙ্গী এক কাক ।
- কাক একটি কালো রঙের পাখি। যে কুটু ভুটুকে বিরক্ত করে। এর সঙ্গী এক বিড়াল ।
- চোর একটি কালো বর্ণের মানুষ যে বাড়ির রাজহাঁস, মুরগি ও কবুতর চুরি করতে আসে। কিন্তু কুটু ভুটুর কারণে তা আর সম্ভব হয়নি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দুরন্তর অ্যানিমেশন সিরিজ 'কুটু ভুটু'"। www.kalerkantho.com। ২ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৬।
- ↑ "আসছে দুরন্ত টিভির তৈরি প্রথম অ্যানিমেশন সিরিজ 'কুটু ভুটু'"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৬।
- ↑ "ছয় বছরে 'দুরন্তপনার' অন্যতম অর্জন 'কুটু ভুটু'"। bdnews24। ২০২৩-১০-১১। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৬।