Content-Length: 111489 | pFad | https://amarbarta.com/it/41186
ব্রাউজার হিসেবে সারা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে গুগল ক্রোম। তবে এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ডিভাইস সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে বলে আশঙ্কাও রয়েছে।
ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করে সংবেদনশীল তথ্যও চুরি করে নিতে পারে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গুগল ক্রোম ব্রাউজার সম্পর্কে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম নামের এক কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, উইন্ডোজ ও ম্যাক ইউজারদের ক্ষেত্রে গুগল ক্রোমের 132.0.6834.110/111 ভার্শনের আগের সব ভার্শনই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার লিনাক্সের ক্ষেত্রে 132.0.6834.110।
এই সব ত্রুটি এড়াতে ইউজারদের গুগল ক্রোম আপডেট করতে বলা হয়েছে। আর এর জন্য গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকেই আপডেট করতে হবে। আর তাহলেই সুরক্ষিত থাকতে পারবেন ইউজাররা।
প্রসঙ্গত, ক্রোম আপডেটের ক্ষেত্রে অনেক সময় অটোমেটিক আপডেটও অন করা থাকে। সেক্ষেত্রেও বিপদের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। পাশাপাশি নিয়মিত কুকি, ক্যাশ ডিলিট করা দরকার। ডিলিট করা যেতে পারে হিস্ট্রিও।
আমার বার্তা/জেএইচ
Fetched URL: https://amarbarta.com/it/41186
Alternative Proxies: