Content-Length: 296965 | pFad | https://bn.wikipedia.org/wiki/%E0%A7%AF_%E0%A6%AE%E0%A7%87

৯ মে - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

৯ মে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

৯ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৯তম (অধিবর্ষে ১৩০তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন।
  • ১৫০৯ - নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।
  • ১৫৭৩ - ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত।
  • ১৭৮৮ - ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।
  • ১৮৭৪ - বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়।
  • ১৮৭৯ - নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন।
  • ১৯৩৬ - ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।
  • ১৯৪৫ - নাৎসি জার্মনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।
  • ১৯৫৫ - ঠাণ্ডাযুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগদান করে এই দিনে।
  • ১৯৬০ - বিশ্বখাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।
  • ১৯৬৬ - চীন তৃতীয়বারের মত পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
  • ১৯৬৭ - জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৮৪ - অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর্।
  • ১৯৯২ - আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।
  • ১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৯৬ - ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।
  • ১৯৯৭ - জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।
  • ২০০৪ - চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে। যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ দেখছিলেন।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]
  • বিজয় দিবস ( রাশিয়া)।

বহিঃসংযোগ

[সম্পাদনা]








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://bn.wikipedia.org/wiki/%E0%A7%AF_%E0%A6%AE%E0%A7%87

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy