নলকথ সোপি
অবয়ব
নলকথ সোপি (জন্ম: ১৫ আগস্ট ১৯৪৬) ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর বিশিষ্ট নেতা এবং কেরালার প্রাক্তন মন্ত্রী । [১]
জীবনী
[সম্পাদনা]নলকথ সোপি এলএলবি ডিগ্রিধারী এবং মুসলিম ছাত্র ফেডারেশনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে আসেন। ১৯৮০ সালে তিনি প্রথমবারের মতো পেরিন্তালমন্না আসন থেকে কেরালা বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১ সাল পর্যন্ত সমস্ত সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত এ. কে. অ্যান্টনির মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Suresh, Sreelakshmi। "Kerala State - Everything about Kerala"। www.stateofkerala.in। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭।