বার্নার্ড বোজানকেট
বার্নার্ড বোজানকেট | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৮ ফেব্রুয়ারি ১৯২৩ | (বয়স ৮৬)
যুগ | ঊনবিংশ শতকের দর্শন |
অঞ্চল | পাশ্চাত্য দর্শন |
ধারা | ব্রিটিশ আদর্শবাদ, ভাববাদী রাষ্ট্রদর্শন |
প্রধান আগ্রহ | রাজনৈতিক দর্শন |
ভাবগুরু |
বার্নার্ড বোজানকেট (ইংরেজি: Bernard Bosanquet; ১৪ জুন ১৮৪৮-৮ ফেব্রুয়ারি, ১৯২৩) একজন ইংরেজ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক। ১৯-শতকের শেষদিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে ইংল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক প্রকল্পসমূহে তিনি বিশেষ ভূমিকা রাখেন। তখন তার চিন্তাধারা বেশ প্রভাববিস্তারকারী হলেও পরবর্তীকালে বিভিন্ন চিন্তাবিদ কর্তৃক সেগুলো সমালোচিত হয়।
সংক্ষিপ্ত জীবনী
[সম্পাদনা]বার্নার্ড বোজানকেট নর্দাম্বারল্যান্ডের এক যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। অক্সফোর্ডের ব্যালিয়ল কলেজে অধ্যয়নকালে তিনি টমাস হিল গ্রিনের আদর্শবাদে আকৃষ্ট হন। ১৮৮১ সাল পর্যন্ত তিনি কলেজের ফেলো ও শিক্ষক হিসেবে কর্মরত থাকেন। বিংশ শতাব্দীর শুরুতে তিনি সেন্ট অ্যান্ড্রুজ কলেজে দর্শনশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন। ১৯০৮ সালে পর্যন্ত তিনি সেখানে কর্মরত থাকেন। রাষ্ট্রদর্শন ছাড়াও যুক্তিবিদ্যা ও অধিবিদ্যার উপর তিনি একাধিক গ্রন্থ রচনা করেন। দীর্ঘদিন তিনি ইংল্যান্ডের দার্শনিক মহলে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বিরাজ করেন। ১৯২৩ সালের ৮ ফেব্রুয়ারি তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন।
বোজানকেটের দ্য ফিলোসফিকাল থিওরি অভ দ্য স্টেট (The Philosophical Theory of the State, "রাষ্ট্রের দার্শনিক তত্ত্ব") গ্রন্থটিকে (১৮৯৯) তার প্রধান রচনা হিসেবে গণ্য করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় গ্রন্থটি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। লেনার্ড হবহাউজ তাঁর মেটাফিজিকাল থিওরি অফ দ্য স্টেট ("Metaphysical Theory of the State", "রাষ্ট্রের অধিবিদ্যক তত্ত্ব") গ্রন্থটি (১৯১৮) রচনা করেন প্রধানত এই গ্রন্থের সমালোচনা করে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Bernard Bosanquet স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি-র ভুক্তি, লিখেছেন William Sweet
- Bernard Bosanquet page
- The Principle of Individuality and Value, Macmillan, 1912. (Gifford Lectures, 1910–12)
- The Value and Destiny of the Individual, Macmillan, 1923. (Gifford Lectures, 1910–12)
- The Philosophical Theory of The State (1899/2001), Kitchener, Ontario|Kitchener: Batoche Books
- Archives Hub: Bosanquet Papers