বিষয়বস্তুতে চলুন

সাব্বাথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Welcoming the Sabbath with the lighting of Shabbat candles according to Jewish custom.

অব্রাহামীয় ধর্মগুলোতে, সাবাথ (/ˈsæbəθ/) বা শাব্বাত (হিব্রু שַׁבָּת Šabbāṯ থেকে) বিশ্রাম ও উপাসনার জন্য নির্ধারিত একটি বিশেষ দিন। এক্সোডাস গ্রন্থ অনুসারে, সাবাথ হলো সপ্তাহের সপ্তম দিন, যেদিনকে সৃষ্টিকর্তা বিশ্রামের দিন হিসেবে পালন করতে আদেশ করেছেন। তিনি নিজেও সৃষ্টি করার কাজ শেষে এই দিনে বিশ্রাম গ্রহণ করেছিলেন।[] "সাবাথ দিনকে স্মরণ কর এবং একে পবিত্র রাখ" - এই বাইবেলীয় আদেশ থেকেই শাব্বাত পালনের রীতির উৎপত্তি।

শাব্বাত ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মের কিছু শাখা (প্রোটেস্ট্যান্ট ও পূર્বাঞ্চলীয় সম্প্রদায়গুলো) এবং ইসলামে পালিত হয়।[] সাবাথের সাথে সামঞ্জস্যপূর্ণ অথবা এ থেকে উদ্ভূত উপাসনার রীতি অন্যান্য ধর্মেও বিদ্যমান। এই শব্দটি সাধারণভাবে অন্যান্য ধর্মেও সাপ্তাহিক অনুরূপ ধর্মীয় আচরণ বোঝাতে ব্যবহার করা যেতে পারে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sabbath Definition & Meaning"। Dictionary.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩ 
  2. World Book Encyclopedia, 2018 ed., s.v. "Jerusalem"
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy