স্বপ্না পাব্বি
স্বপ্না পাব্বি | |
---|---|
জন্ম | [১] লন্ডন, যুক্তরাজ্য | ২০ ডিসেম্বর ১৯৯২
জাতীয়তা | ব্রিটিশ |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১২-বর্তমান |
স্বপ্না পাব্বি একজন ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল যিনি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ২৪ এবং খামোশিয়া চলচ্চিত্র এর জন্য পরিচিত।
অভিনয় জীবন
[সম্পাদনা]২২ বছর বয়সে বারমিংহামের আস্টন ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে পাব্বি ট্রিন্নি এবং সুসান্নাহ এর জন্য নির্বাচিত হন।[১]
২৪ এ কিরান রাঠড এবং ঘার আজা পারদেশিতে রুদ্রাণীর চরিত্রে স্বপ্না পাব্বিকে দেখা যায়।[২] এছাড়ারও বিভিন্ন বিজ্ঞানপনে পাব্বিকে চরিত্রায়ন করতে দেখা যায়। বর্তমানে তিনি বরুণ সবটি এর বিপরীতে শুজিত সিরচার এর পরিচালনায় সাতরা কোঁ সাদি হে (ইংরেজি: Satra Ko Shaadi Hai) নামক চলচ্চিত্রের কাজে ব্যস্ত আছেন।[৩][৪] এছাড়াও ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত খামোশিয়া চলচ্চিত্রে আলি ফাযাল এবং গুরমিত চৌধুরীর বিপরীতে স্বপ্না পাব্বিকে দেখা যায়।[৫][৬]
বিজ্ঞাপন
[সম্পাদনা]পাব্বি বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন। গ্যালাক্সি চকলেট এ অর্জুন রামপালের সাথে, পেপসি এর বিজ্ঞাপনে বিরাট কোহলি, ফেয়ার এন্ড লাভলিতে ইয়ামি গৌতম এর সাথে কাজ করতে দেখা যায়।
চলচ্চিত্র
[সম্পাদনা]চিহ্নিত চলচ্চিত্র এখনো মুক্তি পায় নি |
বছর | চলচ্চিত্রের নাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০১৫ | খামোশিয়া | মিরা | কারান দারা | |
২০১৮ | ড্রাইভ | নেইনা | তরুণ মান্সুখানি | |
TBA | সাতরা কোঁ সাদি হে | সুনেহা গারগ | আরশাদ সাইদ | Post-production |
২০১৮ | থলি প্রেমা | সুনেইনা | ভিঙ্কি আটলুরি | তেলুগু চলচ্চিত্র |
২০১৮ | মার গায়ে অয়ে লোকো | সিমেরজিত সিং | পাঞ্জাবী চলচ্চিত্র |
টেলিভিশন অনুষ্ঠান
[সম্পাদনা]বছর | নাম | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০১৩ | ঘার আজা পারদেশি | রুদ্রাণী | |
২০১৩ | ২৪ | কিরান জয় সিং রাথড | |
২০১৬ | ২৪: সিজন ২ | ||
২০১৬ | দ্যা ট্রিপ | সঞ্জনা | ওয়েব টিভি সিরিজ |
২০১৮ | ব্রেথ | রিয়া গাঙ্গুলি | ওয়েব টিভি সিরিজ |
২০১৮ | দ্যা রিইউনিয়ন | আর্যার | ওয়েব সিরিজ |
চিত্রশালা
[সম্পাদনা]-
জি.কিউ. ফ্যাশন নাইটে স্বপ্না পাব্বি
-
৬০ ফিল্ম ফেয়ার প্রি-এওয়ার্ড
-
২০১৮ তে স্বপ্না পাব্বি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Wearing it well for TV fashion duo"। Birmingham Mail। ৩০ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৪।
- ↑ Agarwal, Stuti (২০ মার্চ ২০১৩)। "Sonam Kapoor replaced by Sapna Pabbi in 24?"। The Times of India। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৪।
- ↑ "Barun Sobti, Sapna Pabbi to debut with 'Satra Ko Shaadi Hai'"। Zee News। ৩০ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪।
- ↑ "Anil Kapoor's daughter in TV series 24 Sapna to play the lead in John Abraham's next"। India Today। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪।
- ↑ "Anil Kapoor's daughter signs 3-film deal with Bhatt camp"। ২ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪।
- ↑ "Gurmeet Choudhary's KHAMOSHIYAN goes on-floors on Mukesh Bhatt's birthday today"। ৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ব্রিটিশ টেলিভিশন অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- লন্ডনের অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ১৯৯২-এ জন্ম
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ১৯৮০-এর দশকে জন্ম
- ইংরেজ চলচ্চিত্র অভিনেত্রী
- ইংরেজ নারী মডেল
- ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী
- ইংরেজ টেলিভিশন অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- পাঞ্জাবি চলচ্চিত্র অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ইংরেজ অভিনেত্রী