চাকতি (গণিত)
গাণিতিক ভাষায়, চাকতি হল দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যবর্তী অঞ্চল। সাধারণ ভাষায়, এটি একটি রিং বা একটি বেসিনের মতো আকৃতি বিশিষ্ট জ্যামিতিক বস্তু।একে ইংরেজিতে "অ্যানুলাস" বলা হয়ে থাকে। " অ্যানুলাস'' শব্দটি ল্যাটিন শব্দ অ্যানুলাস বা অ্যানুলাস থেকে ধার করা হয়েছে যার অর্থ 'ছোট আংটি'।
টপোগণিতে চাকতি খোলা চোঙ (S1 × (0,1)) এবং ছিদ্রযুক্ত সমতল উভয়েরই সম-অবিচ্ছিন্ন চিত্র।
ক্ষেত্রফল
[সম্পাদনা]ধরা যাক চাকতিটি দুটি বৃত্তের মাঝে অবস্থান করছে যাদের ব্যাসার্ধ যথাক্রমে R ও r, যেখানে R > r, তাহলে চাকতিটির ক্ষেত্রফল হবেঃ
একটি চাকতির ক্ষেত্রফল তার মধ্যস্থ দীর্ঘতম রেখাংশের দৈর্ঘ্য দ্বারা নির্ধারিত হয়, যা বড় বৃত্তটির জ্যা এবং ক্ষুদ্রত্তর বৃত্তের স্পর্শক, সহগামী চিত্রে যা 2d । যেহেতু এই রেখাটি ছোট বৃত্তের স্পর্শক এবং সেই বৃত্ত ব্যাসার্ধ স্পর্শকটির উপর লম্ব তাইপিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দেখানো যেতে পারে d, r এবং R হল একটি সমকোণী ত্রিভুজের বাহু, সুতরাং চাকতিটির ক্ষেত্রফল হবেঃ
ক্ষেত্রফলটি ক্যালকুলাসের মাধ্যমেও পাওয়া যেতে পারে। চাকতিটিকে অসীম সংখ্যক শূণ্যসন্নিকর্ষী dρ প্রস্থ এবং 2πρ dρ ক্ষেত্রফলযুক্ত চাকতিতে ভাগ করে ρ = r থেকে ρ = R পর্যন্ত সমাকলিত করলে আম্রা পাব:
চাকতির কোনো অংশে θ কোণ উৎপন্ন হলে এবং যদি সেই কোণকে রেডিয়ানে মাপা হয় তবে চাকতির ক্ষেত্রফল হবেঃ
জটিল গঠন
[সম্পাদনা]জটিল বিশ্লেষণে জটিল সমতলে চাকতি বা জটিল বিশ্লেষণের ভাষায় ann(a; r, R) একটি উন্মুক্ত অঞ্চল যা কিনা
দ্বারা চেনা যেতে পারে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Haunsperger, Deanna; Kennedy, Stephen (২০০৬)। The Edge of the Universe: Celebrating Ten Years of Math Horizons। আইএসবিএন 9780883855553। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।