Content-Length: 103345 | pFad | https://www.sonalinews.com/country/news/241291
লক্ষ্মীপুর: ৪ আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে গ্রেফতার করছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারী) রাতে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৪ শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
শাহীন নিষিদ্ধ ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, গত ৪ আগষ্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন আলমকে গ্রেফতার করা হয়েছে।
সেই চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ঘটনার পর থেকে দীর্ঘদিন আত্নগোপনে ছিল শাহীন। সোমবার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে। চার শিক্ষার্থী হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ৪ আগষ্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রীজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই অস্ত্র উচিয়ে একের পর এক গুলি ছুড়েঁ। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্নগোপনে চলে যায় শাহীন আলম।
ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০০ জন।
এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামি করা হয়।
এআর
Fetched URL: https://www.sonalinews.com/country/news/241291
Alternative Proxies: