Content-Length: 103139 | pFad | https://www.sonalinews.com/country/news/241496

ঈশ্বরদীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব
  • ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

ঈশ্বরদীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: জানুয়ারি ১০, ২০২৫, ০৮:১৮ পিএম
ঈশ্বরদীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব

পাবনা: ঈশ্বরদীতে নোঙর সাহিত্যগোষ্ঠির আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।চেতনায় কবিতা, মননে কবিতা, চল বহুদুর’ শ্লোগানে দেশ-বিদেশীর কবি সাহিত্যিকদের অংশগ্রহণে এই উৎসব শুরু হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট চত্বরে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নেপালী দান প্রাসাদ সুবেদি। 

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ, ভারত, নেপালসহ দেশ-বিদেশের দুই শতাধিক কবি সাহিত্যিক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এরপর অনুষ্ঠান মঞ্চে দেশ-বিদেশি কবি সাহিত্যিক ও অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা প্রদান করা হয়। 

শিক্ষাবিদ প্রফেসর ও কবি আখতার হোসেনের সভাপতিত্বে এ পর্বে আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্য দেন নোঙর সাহিত্যগোষ্ঠীর মুখ্য সমন্বয়ক ও সাহিত্য উৎসবের উদ্যোক্তা সাহিত্যিক ও সহকারী অধ্যাপক হাসানুজ্জামান। 

বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রাজিবুল ইসলাম, রাজশাহী কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শিখা সরকার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মীর হুমায়ন কবির, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ভারতের কবি মানিক পন্ডিত, নেপালের কবি শান্তা দাহল, নেপাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টিকরাম সুদেসী প্রমুখ। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নোঙর সদস্য শাম্মী আক্তার স্মৃতি ও আতাউর রহমান বাবলু।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনের সাহিত্য উৎসবে সেমিনার, কবিতা পাঠ, আড্ডাবিষয়ক অনুষ্ঠান রয়েছে। এ ছাড়া অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

এআর

Wordbridge School
Link copied!








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://www.sonalinews.com/country/news/241496

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy