Content-Length: 102105 | pFad | https://www.sonalinews.com/court/news/241395
ঢাকা : ২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত দুই হাজার ৪২৯ নেতাকর্মীকে গুম খুন ও ক্রসফায়ারে হত্যা করা হয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এই আবেদন দাখিল করেন তিনি।
পরে এ বিষয়ে সাংবাদিকদের মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ইলিয়াস আলিসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২ হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগ দায়ের করেছি।’
এমটিআই
Fetched URL: https://www.sonalinews.com/court/news/241395
Alternative Proxies: