Content-Length: 105130 | pFad | https://www.sonalinews.com/politics/news/241508

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, ৩ জন হাসপাতালে ভর্তি 
  • ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, ৩ জন হাসপাতালে ভর্তি 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১১, ২০২৫, ১০:৪৭ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, ৩ জন হাসপাতালে ভর্তি 

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তিন জন আহত হয়েছেন। পরে আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান (১৬), ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি (২১) ও সাফরান (২২)।

‎শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটর রূপায়ণ সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহিদ আহসান। তিনি বলেন, ‘রাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু লোক এসে কমিটিকে যুক্ত হতে নেতাকর্মীদের চাপ সৃষ্টি করে। তারা জোর করে কমিটিতে যুক্ত হতে চেয়েছে। তবে আমাদের মতাদর্শের সঙ্গে তাদের কমিটিতে নেওয়া যাচ্ছে না। পরে আমাদের কেন্দ্রীয় কিছু নেতাকর্মীর সঙ্গে তাদের বাগবিতণ্ডায় একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর কমিটি দেওয়া হয়েছিল। এই কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা হচ্ছিল। পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি। পদ না পাওয়ায় আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা। সেই সূত্র ধরে পদবঞ্চিতরা ও প্রত্যাশিত পদ না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। বেশ কিছুক্ষণ তর্কবিতর্ক ও উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিস বন্ধ করে দেওয়া হয়।

এ সময় মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে প্রায় ২০ মিনিট সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আহত তিন জন বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এর রেশ ধরেই আজকের এই সংঘর্ষের ঘটনা।

এম

Wordbridge School
Link copied!








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://www.sonalinews.com/politics/news/241508

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy