বিষয়বস্তুতে চলুন

মটোক্রস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি মোটরক্রস চড়নদার একটি লাফ বন্ধ আসছে.
মোটোক্রশ চ্যাম্পিয়নশিপ

মটোক্রস হচ্ছে একধরনের অফ-রোড মটরসাইকেল রেসিং, যা বিশেষভাবে প্রস্তুতকৃত রাস্তায় পরিচালিত হয়ে থাকে৷ এ রেসিং খেলাটির উদ্ভব হয়েছে যুক্তরাজ্যে অনুষ্ঠিত মটরসাইকেল ট্রায়াল কম্পিটিশন হতে৷[][]

ইতিহাস

[সম্পাদনা]

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে প্রতিযোগিতাটির উদ্ভব হয়েছে মটরসাইকেল ট্রায়াল কম্পিটিশন হতে৷ এ সকল কম্পিটিশনের মধ্যে ছিলো ১৯০৯ সালের অটো সাইকেল ক্লাব ট্রায়াল, ১৯১২ সালের স্কটিশ সিক্স ডেজ ট্রায়াল ইত্যাদি৷[][] রেসিং খেলাটি যুক্তরাজ্যে মূলত স্ক্র্যাম্বল রেসিং নামে পরিচিত ছিলো৷[] জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে আন্তর্জাতিকভাবে রেসিং খেলাটি মটোক্রস রেসিং নামে পরিচিতি লাভ করে৷ শব্দটির উদ্ভব হয়েছে মটোসাইকেল এর মটো এবং ক্রসকান্ট্রি এর ক্রস শব্দ সহযোগে৷[] যতদূর জানা যায়, প্রথম স্ক্র্যাম্বল রেসিং প্রতিযোগিতাটি ১৯২৪ সালে কিম্বার্লির সারেতে অনুষ্ঠিত হয়৷ ১৯৩০ সালে খেলাটি জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে যখন ব্রিমিংহাম স্মল আর্মস কোম্পানি(বি এস এ), নর্টন ম্যাচলেস, রুজ এবং এজেএস এর টিমগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ সেই সময় হতে স্ট্রীট রেসিং হতে অফ রোড রেসিং এর বাইকগুলোতে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়৷ এক্ষেত্রে অফ রোড রেসিং এর মটরসাইকেলগুলোর মধ্যে প্রযুক্তিগত পরিবর্তন ঘটানো হয়৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিএসএ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মটরসাইকেল কোম্পানি হিসাবে রেসিং এর জগতে আধিপত্য বিস্তার করে৷

১৯৫২ সালে মটর রেসারদের আন্তর্জাতিক গভর্নিং বডি এফআইএম একটি ৫০০ সি সি ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ফর্মূলা একটি আলাদা ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশীপ তৈরি করে৷ ১৯৫৭ সালে এটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ পর্যায়ের প্রতিযোগিতায় উন্নীত হয়৷[][]

প্রধান প্রধান প্রতিযোগিতাগুলো

[সম্পাদনা]
  • এফআইএম মটোক্রস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ
  • এএমএ মটোক্রস চ্যাম্পিয়নশীপ
  • মটোক্রস ড্যাস নেশন
  • ব্রিটিশ মটোক্রস চ্যাম্পিয়নশীপ

মটোক্রস হতে উদ্ভব হওয়া অন্যান্য খেলাসমূহ

  • ফ্রি স্টাইল
  • সুপারমটো
  • এটিভি/কোয়াড মটোক্রস
  • সুপারক্রস
  • সাইডজিপস
  • পিট বাইকস এবং মিনি-মটোক্রস

উপকরণসমূহ

[সম্পাদনা]

মটোক্রস মটোসাইকেল

  • হোন্ডা (জাপান)
  • কাওয়াসাকি (জাপান)
  • কেটিএম (অস্ট্রেলিয়া)
  • সুজুকি (জাপান)
  • ইয়ামাহা (জাপান)
  • হাস্কভার্না (অস্ট্রেলিয়া)

উপরের কোম্পানিগুলো হচ্ছে মটোসাইকেল বাজারের প্রধান ও বৃহৎ ছয়টি মটোসাইকেল নির্মানকারী কোম্পানি৷ ২০১২ সাল অনুযায়ী নিচের কোম্পানিগুলো হচ্ছে অপেক্ষাকৃত ছোট কোম্পানি৷

  • এজিপি (পর্তুগাল)
  • অ্যাপ্রিল্লা (ইটালি)
  • বেনেল্লি (ইটালি)
  • বেটা (ইটালি)
  • বিএমডাব্লিউ মটোরাড (জার্মানি)
  • সিসিএম (যুক্তরাজ্য)
  • কোবরা (আমেরিকা)
  • ডেমাক (মালয়েশিয়া)
  • ডার্বি (স্পেন)
  • গ্যাস গ্যাস (স্পেন)
  • জিপিএক্স রেসিং (থাইল্যান্ড)
  • মোজো মটোসাইকেলস (অস্ট্রেলিয়া)
  • পলিনি (ইটালি)
  • পিটস্টার প্রো (আমেরিকা)
  • মন্টেসা (স্পেন)
  • স্ট্যালিয়নস (থাইল্যান্ড)
  • থাম্পস্টার (অস্ট্রেলিয়া)
  • টিএম (ইটালি)
  • এটিকে (আমেরিকা)

গভর্নিং বডি

[সম্পাদনা]

সারা বিশ্বে মটোক্রস রেসিং নিয়ন্ত্রিত হয় ফেডারেশন ইন্টারন্যাশনাল দি মটোসাইক্লিজম (এফ আই এম) এর মাধ্যমে৷ ফেডারেশনটি পৃথিবীর বিভিন্ন দেশের সংগঠন নিয়ে গঠিত৷ এদের মধ্যে রয়েছে-

  • অস্ট্রেলিয়া- মটোসাইক্লিং অস্ট্রেলিয়া (এম এ)
  • বেলজিয়াম- ফেডারেশন মটোসাইক্লিস্ট ডি বেলজিকিউ (এফ এম বি)
  • কানাডা- কানাডিয়ান মটোস্পোর্ট রেসিং কর্পোরেশন (সি এম আর সি) এবং কানাডিয়ান মটোসাইকেল অ্যাসোসিয়েশন (সি এম এ)
  • চেক রিপাবলিক- অটোক্লাব চেক রিপাবলিক (এ সি সি আর)
  • ডেনমার্ক- ডেনমার্কস মোটর ইউনিয়ন (ডি এম ইউ)
  • ফ্রান্স- ফেডারেশন ফ্রাঞ্চিজ দি মটোসাইক্লিজম (এফ এফ এম)
  • জার্মানি- জার্মান মোটর স্পোর্ট বান্ড (ডি এম ইউ)
  • ইন্ডিয়া- ফেডারেশন অব মোটর স্পোর্টস ক্লাবস অব ইন্ডিয়া (এফ এম এস সি আই)
  • আয়ারল্যান্ড- মটোসাইকেল ইউনিয়ন অব আয়ারল্যান্ড (এম সি ইউ আই)
  • ইটালি- ফেডারাজয়নি মটোসাইক্লিসটিকা ইটালিয়ানা (এফ এম আই)
  • নিউজিল্যান্ড- মটোসাইক্লিং নিউজিল্যান্ড (এম এন জেড) এবং নিউজিল্যান্ড ডার্ট বাইক ফেডারেশন (এন জেড ডি বি এফ)
  • যুক্তরাজ্য- অটো সাইকেল ইউনিয়ন (এ সি ইউ)
  • আমেরিকা- আমেরিকান মোটরসাইক্লিস্ট এসোসিয়েশন (এ এম এ) ইত্যাদি৷

উল্লেখ

[সম্পাদনা]
  1. "Setright, L. J. K. (1979)"। The Guinness book of motorcycling facts and feats, Guinness Superlatives, pp। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  2. "History of Individual supercross World Championships(PDF)" (পিডিএফ)। fim-live.com। ১১ অক্টোবর ২০১১। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  3. "The Powerhouse MX Nations"। Google Books। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
  4. "Joël Robert at the Motorcycle Hall of Fame"। motorcyclemuseum.org। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭ 
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy