Content-Length: 99307 | pFad | https://www.rtvonline.com/country/chittagong

RTV Bangladesh | Source for the Latest News & Entertainment
  • ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo
রামুতে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষ, নিহত ১ 
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
চট্টগ্রামে বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী (২৪) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন।  শুক্রবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান নেজামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  জানা যায়, মৃত বৈশাখী খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় ওষুধ কোম্পানির ইনসেপ্টায় বাঁশখালীতে কর্মরত এম আর মোশাররফ হোসেনের স্ত্রী। ৫ থেকে ৬ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ওষুধ কোম্পানির ইনসেপ্টার এম আররের বাঁশখালীতে দায়িত্ব পালন করার সুবাদে গুনাগরীস্থ একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস করতেন। মোশাররফ হোসেন তার কর্মরত প্রতিষ্ঠান ইনসেপ্টার মাসিক মিটিংয়ে চট্টগ্রামে গেলে স্ত্রী বৈশাখী খাতুন গলায় ফাঁস দেন।   ভাড়াটিয়ারা জানান, সকালে দরজার বাইরে তিন বছরের ছোট্ট ছেলেকে কান্নাকাটি করতে দেখে অনেক ডাকাডাকি করি। দরজার সামনে গিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস খাওয়া অবস্থায় সে ঝুলন্ত অবস্থায় ছিল। এরপর জানাজানি হলে আশপাশের লোকজন এসে জড়ো হয়।  খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৈশাখী খাতুনের মুঠোফোন উদ্ধার করেন।  তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরটিভি/এমকে
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটারে যানজট
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 
কুমিল্লায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহত সবাই মোটরসাইকেলের আরোহী।  বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী সড়কের লাকসামের ভৈষকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- লাকসাম উপজেলার গোমতী এলাকার তাবারক উল্লাহ মালু (৪২) এবং একই উপজেলার উত্তর কোন এলাকার বাসিন্দা মাসুদ (২৮)। হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে একটি মাহফিলে অংশগ্রহণ করে বাড়ি ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ভৈষকোপিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। একজনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।   লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে কুয়াশার মধ্যে মোটরসাইকেল এবং ট্রাক দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল। সে কারণে এই সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরটিভি/এএএ 
লক্ষ্মীপুরে পিস্তলসহ নারী আটক
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করা হয়।  আটক সাজু হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে ঘর থেকে অস্ত্র উদ্ধার ও জুয়েলের স্ত্রী সাজুকে আটক করা হয়। আরটিভি/এএএ/এস
কক্সবাজার সমুদ্র সৈকতে কাউন্সিলরকে গুলি করে হত্যা
কক্সবাজার সমুদ্রসৈকতে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে সৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের (খুসিক) দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার মোহাম্মদ গোলাম আকবরের ছেলে। তিনি সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে আটটার দিকে গোলাম রব্বানী সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে গোলাম রব্বানীর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত গোলাম রব্বানি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোলাম রব্বানী আত্মগোপন করেন। তিনি কখন কক্সবাজার এসেছেন, কোথায় ওঠেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আরটিভি/এমএ
চাঁদপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উৎপাদন ও মেয়াদোত্তীর্ণর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে চাঁদপুরে জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বনোফুলকে ৩ হাজার টাকা ও আলী বেকারিকে ১০ হাজার টাকাসহ মোট ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, চাঁদপুরে জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স শহরের চিত্রলেখা মোড় ও মিশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি এবং নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে বনোফুলকে ৩ হাজার টাকা ও একই অপরাধে আলী বেকারিকে ১০ হাজার টাকাসহ মোট ২টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। এ ছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সব ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য-ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।  অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম।  আরটিভি/এএএ/এস
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি জাতীয়তা পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মো. সাবের নামের এক ব্যক্তি পটিয়া উপজেলা নির্বাচন অফিসে আসেন। এ সময় তিনি পরিচয় গোপন করে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এনআইডি কার্ড ব্লক কেন জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার কারণে আনোয়ার কামাল নামের ওই এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ। পরে সন্দেহ হলে মো. সাবেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয় নির্বাচন অফিসের দায়িত্বশীলরা। পুলিশ এসে সাবেরকে আটক করে। উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করেন। এবার তিনি এসেছিলেন আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করেছে। পটিয়া থানার এসআই ইয়ামিন বলেন, নির্বাচন অফিসারদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে। আরটিভি/এএএ/এস   
চাঁদপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা জসিম গ্রেপ্তার
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। মামলার বিবরণ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন গত বছর ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এই ঘটনায় গত বছর ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলায় মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি হিসেবে বুধবার (৮ জানুয়ারি) দিনগত রাতে রাজধানী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশের একটি আভিযানিক দল। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে হাজীগঞ্জ থানায় এনে আদালতে সোপর্দ করা হবে। এই মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি। আরটিভি/এএএ/এস  








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://www.rtvonline.com/country/chittagong

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy