Content-Length: 126764 | pFad | https://www.rtvonline.com/others/probash

প্রবাসীদের সকল খবর একসাথে আরটিভি অনলাইনে
  • ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo
মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যালে বাংলাদেশের অংশগ্রহণ
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের 
বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) তিনজন জামিন পেয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালতে। পি কে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে জামিন মিলেছে তাদের। সেইসঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। আগামী ৯ জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।   বিষয়টি নিশ্চিত করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তাই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক।  এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রাণেশ হালাদার এবং আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন। ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে দেশটিতেই কারাবন্দি ছিলেন তারা। অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে এ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আরটিভি/এসএইচএম/এস
সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
রোমে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
ভিয়েতনামে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
বাহরাইনে বিজয় দিবস উদযাপন
বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে মানামায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস পতাকা উত্তোলন শেষে দূতাবাসে আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানে বাহরাইনে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। একই দিনে বাহরাইনের জাতীয় দিবস এবং মহামহিম রাজার সিংহাসন আরোহনের ২৫ বছর পূর্তি উপলক্ষে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর শুভেচ্ছা বাণী বাহরাইনের জাতীয় দৈনিক The Daily Tribune এবং ম্যাগাজিন Bahrain This Month-এ প্রকাশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় নেতাদের, বীর মুক্তিযোদ্ধা এবং শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে। এছাড়াও, বাহরাইনে অনুষ্ঠিত বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে সম্মানিত করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। অনুষ্ঠানের শেষ পর্বে দূতাবাসের সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সব শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই আয়োজনে দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণে বিজয় দিবসের অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
ভিয়েতনামে মহান বিজয় দিবস উদযাপন / বিজয়ের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার 
বিজয়ের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।   সোমবার (১৬ ডিসেম্বর) এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।   এদিন ব্যানার, ফেস্টুন, ফুল এবং রঙিন আলোকসজ্জায় সাজে সজ্জিত দিনব্যাপী অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর প্রবাসী বাংলাদেশি, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। বিজয় দিবস উদযাপনের শুরুতে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন শুরু হয় এবং বিকেলে খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের চূড়ান্ত পর্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে  জাতীয় সঙ্গীত পরিবেশনা; মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে ২০২৪ এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।  অনষ্ঠিানে উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেতনা আমাদের সকল উন্নয়ন অগ্রযাত্রার মূলমন্ত্র। বিশ্ববাজারে পোশাক শিল্পে নেতৃত্ব প্রদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী দিনগুলোতে এই বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে একটি বৈষম্যহীন উন্নত, সমৃদ্ধ ও আরও মর্যাদাশীল বাংলাদেশ গড়তে আমাদের একযোগে কাজ করে যাওয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, দুই লাখ মা-বোন এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের আগত অতিথিদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে তিনি মহান বিজয় দিবসের গৌরবময় অর্জনের শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ধারন করে দেশ মাতৃকার উন্নয়নের জন্য প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করার অনুরোধ করেন।  আলোচনা পর্ব শেষে খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। পরে অতিথিদের মাঝে দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ভিয়েতনামে সরকারি সফরে রয়েছেন। আরটিভি/কেএইচ
বাংলাদেশিদের রেকর্ড পরিমাণ ভিসা দিচ্ছে সৌদি আরব
প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব। আগামীতে এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।  বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১৭  ডিসেম্বর) গালফ নিউজ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে ৮৩ হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনও একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অধীনে উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে কর্মী চাহিদা বৃদ্ধি পেয়েছে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের রিয়াদ এক্সপোসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এসব ইভেন্টের জন্য এয়ারপোর্ট, রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে। এই আয়োজনগুলো সফল করতে সৌদি আরব দ্রুত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে। সৌহার্দ্যের নিদর্শন হিসেবে সৌদি আরব সম্প্রতি বাংলাদেশে ৩৭২ টন মাংস পাঠিয়েছে অনুদান হিসেবে।  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তারা জানান, ৬৪টি জেলার ৯৫টি অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠান, অনাথ ও দরিদ্রদের মধ্যে এ মাংস বিতরণ করা হবে। আরটিভি/একে/এআর
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বিজয় দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযথ মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ১৯৭১-এর সকল শহিদ ও ২০২৪ জুলাই-আগষ্টে সকল শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ‘গণমুক্তি নিবার্য’ শীর্ষক নামক একটি প্রামাণ্য  ভিডিও প্রদর্শন করা হয়।  অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে কনসাল জেনারেল মো. নাজমুল হুদা মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করেন এবং সকল বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।  তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিক সচেষ্ট থাকতে হবে।  কনসাল জেনারেল বলেন, ২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে। ২০২৪ সালের ফ্যসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী গণ-অভ্যুথান বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা মেরামত তথা সংস্কারের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে বলে তিনি মন্তব্য করেন।  তিনি জুলাই আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং যারা এই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের  অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য তিনি সকলের  ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।  আলোচনায় নিউইয়র্কে অবস্থানরত বীরমুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ব্যক্তিত্বসহ কমিউনিটির নেতারা অংশ নেন। অনুষ্ঠানে ৭১-এর সকল শহিদ, শহিদ বুদ্ধিজীবী, শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ এর জুলাই-আগষ্টে গণ-অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কমিউনিটির শিল্পীদের দ্বারা মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
দুর্নীতি ও আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগ  / খোরশেদ আলম খাস্তগীরকে হাইকমিশনে দেখতে চান না প্রবাসীরা
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে মালয়েশিয়ায় দেখতে চান না প্রবাসীরা। একাধিক দুর্নীতি, আওয়ামী ঘনিষ্ঠতা ও প্রবাসীদের হয়রানির অভিযোগে তাকে দ্রুত হাইকমিশন থেকে প্রত্যাহার ও বিচারের দাবি করেছেন তারা। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের বিশ্বস্ত এই আমলাকে প্রবাসীদের দাবির প্রেক্ষিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে বদলির অর্ডার করা হয়। পরে সমালোচনার মুখে সেই বদলির আদেশও বাতিল করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান এ তথ্য নিশ্চিত করেন। তারপর এখনও বহাল তবিয়তে তিনি আছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে। অভিযোগ উঠেছে, বিভিন্ন মহলকে ম্যানেজ করে চেষ্টা করছেন স্বপদে বসে থাকতে। এদিকে, অসংখ্য অভিযোগের পরেও মালয়েশিয়াতে এখনও ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন দুর্নীতিতে অভিযুক্ত এই আমলা। সাবেক ফ্যাসিস্ট সরকারের কাছের লোক হলেও বর্তমান সময়ে তার খুঁটির জোর কোথায়, কেন তাকে দেশে ফেরত নিয়ে আইনের আওতায় নেওয়া হচ্ছে না—এমন প্রশ্ন বেশির ভাগ মালয়েশিয়া প্রবাসীর কণ্ঠে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষ নেওয়া খাস্তগীরের কুয়ালালামপুরের থার্ড পার্টি অফিস ইএসকেএল থেকে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ ছাড়া মালয়েশিয়া এবং বাংলাদেশেস্থ অফিসের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজসে পাসপোর্টের কৃত্রিম সংকট দেখিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রবাসীদের ক্ষেপিয়ে তুলে ফ্যাসিবাদি হাসিনার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজনীতিবিদদের সুরে ছাত্র জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, যার প্রমাণ পাওয়া যায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের হোয়াটসআপ গ্রুপ বিএফএসএ (BFSA)-তে।   বিএফএসএ গ্রুপে মালেয়শিয়ার ডেপুটি হাইকমিশনার  খোরশেদ আলম খাস্তগীরকে অত্যন্ত নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় ছাত্র-জনতার আন্দোলনের বিষয়ে।  খাস্তগীর মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদকারী বাংলাদেশীদের বিরুদ্ধে মামলা করেন।  তিনি ওই সময় অন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলাও করা হয়। পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায়, খোরশেদ আলম খাস্তগীর প্রবাসে যারা ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেছিলেন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট পরিষেবা দেওয়ার দায়িত্ব পাওয়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক প্রতিষ্ঠান ইএসকেএলের বিরুদ্ধে অর্থপাচার, রাজস্ব ফাঁকি, প্রবাসীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়, মারধর, ১০ রিঙ্গিতে মোবাইল সিম ৩০ রিঙ্গিতে নিতে বাধ্যসহ নানান অভিযোগ প্রকাশ্যে আসায় অন্তর্বর্তীকালীন সরকার ইএসকেএলের সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশ দেয়।  অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে চরম নাখোশ হয়ে প্রতিশোধ পরায়ন হয়ে উঠেন দূতাবাসের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। কেননা, অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তের কিছুদিন আগেই  ইএসকেএলে সাথে পরবর্তী পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নের সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি দেন ডেপুটি হাইকমিশনার। চুক্তির বাইরে গিয়ে ইএসকেলকে নানা অবৈধ সুবিধা দিতে সিদ্ধহস্ত ছিলেন এই ডেপুটি হাইকমিশনার।  বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ায় ক্ষমতার চরম অপব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে খোরশেদ আলম খাস্তগীরের বিরুদ্ধে। এ ছাড়া এই সংগঠনের সভাপতি হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রবাসীদের বিরুদ্ধে মামলা করা, এমনকি আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করলেও তার বিরুদ্ধে নেয়া হয়নি কোন ব্যবস্থা। খাস্তগীর মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদকারী বাংলাদেশিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।  এদিকে প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে খোরশেদ আলম খাস্তগীরকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যাহার করে পোল্যান্ডের রাষ্ট্রদুত করে প্রজ্ঞাপন জারী করে অন্তর্বর্তীকালীন সরকার। পরে নানান সমালোচনা হলে সেই আদেশ বাতিল হয়। এরই মাঝে হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের পদ শূন্য হলে জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় মিশন, নিউ ইর্য়কে নিযুক্ত মিনিষ্টার (স্থানীয়) ও দক্ষ কুটনৈকি খ্যাত মোসাম্মৎ শাহানারা মনিকাকে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে মিনিষ্টার (স্থানীয়) ও ডেপুটি হাইকমিশনার পদে বদলির চিঠি ইস্যু করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যোগদানের সব প্রস্তুতি থাকলেও অদৃশ্য কারণে আটকে যায় তা। এমনকি বদলির আদেশের দুই মাস পেরিয়ে গেলেও তার স্থলাভিষিক্ত হতে পারেননি সদ্য নিয়োগ পাওয়া মোসাম্মৎ শাহানারা মনিকা। তবে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ১০ ডিসেম্বর   মালয়েশিয়ায় মিনিষ্টার (স্থানীয়) ও ডেপুটি হাইকমিশনার পদে যোগদান করেন মোসাম্মত শাহানারা মনিকা। কিন্তু এক হাইকমিশনে দুই জন ডেপুটি হাইকমিশনারের কাজ কি সেই প্রশ্নের উত্তর খুঁজে জানা যায় খোরশেদ আলম খাস্তগীর যে কোনমূল্যে মালয়েশিয়াতেই থাকতে চান। শেষ মূহুর্তে যদি তা সম্ভব না হয় তাহলে  ইউএন শরনার্থী কার্ড নিবেন। খবর চাউর হয়েছে ইতোমধ্যে শরনার্থী কার্ড প্রাপ্তির আবেদনও করছেন, তবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়া ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের বিরুদ্ধে পহাড়সম অভিযোগ থাকলেও এখনও বহাল তবিয়তেই আছেন হাইকমিশনে। তার ভয়ে তটস্থ থাকেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি মতের বিরুদ্ধে গেলেই ভরা মিটিংয়ে করেন অপমান, দেন টার্মিনেট করার হুমকি।  বিএফএসএ গ্রুপে মালেয়শিয়ার ডেপুটি হাইকমিশনার  খোরশেদ আলম খাস্তগীরকে অত্যন্ত নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় ছাত্র-জনতার আন্দোলনের বিষয়ে। যা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপেই ফুটে উঠে। তিনি ওই গ্রুপে 'BFSA' অন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলাও করা হয়।  এছাড়াও পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায়, ফ্যাসিস্ট সরকারকে খুশি করতে খোরশেদ আলম খাস্তগীর প্রবাসে যারা ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেছিলেন। এছাড়া, খাস্তগীরের বিরুদ্ধে সত্য নিউজ প্রকাশ করায় তৎকালিন ডিবিসি নিউজ এর মালয়েশিয়া প্রতিনিধি মো: মনিরুজ্জামানকেও দেখে নেওয়ার হুমকি দেন এবং হলুদ সাংবাদিক হিসেবে মন্তব্য করেন। এদিকে আরটিভির হাতে এসেছে একটি অডিও রেকর্ড। যেখানে ইএসকেএলের ব্যবস্থাপস্থনা পরিচালক বিদেশি পাসপোর্টধারী গিয়াসউদ্দিন আহমেদকে বলতে শোনা যায়, খাস্তগীর প্রলোভন দেখিয়ে এই লাইনে আমাকে নিয়ে এসে উল্টো বিপদে ফেলেছে। মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক মোকাম্মেল হোসেন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী খোরশেদ আলম খাস্তগীর জুলাই বিপ্লবে মালয়েশিয়া প্রবাসীদের হুমকি দিয়েছিলেন জেলে ভরার। খুনী হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করায় মামলাও করেছিলেন। সেই খাস্তগীর এখনো প্রবাসীদের নানাভাবে হয়রানি করে যাচ্ছেন। হুমকি-ধামকি দিয়ে বেড়াচ্ছেন। আমরা প্রবাসীরা অতি দ্রুত এই দুর্নীতিবাজের দেশে ফিরিয়ে নিয়ে বিচার করার দাবি জানাচ্ছি। আরটিভি/ডিসিএনই  
বিএনপি নেতা এ কে এম ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে কুয়ালালামপুরে দোয়া মাহফিল
জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এ কে এম ওয়াহিদুজ্জামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বাদ মাগরিব কুয়ালালামপুরের মসজিদ আল বোখারীতে এ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ওস্তাদ আলিফ। মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামানসহ মালয়েশিয়া যুবদল নেতা নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, শেখ মো. সেলিম, মো. জসিমউদ্দিন জসিম, জালাল উদ্দিন হাসান শাহিন, আব্দুল্লাহ আল রোমান, ইকবাল হোসেন মাজু, মো. রফিক মিয়া, রানা মাসুম, তুহিন শেখ, মোশাররফ হোসেন, রাসেল রানা, মেহেদি হাসান, ইফতিহা ইমন বাপ্পী, মো. সালাউদ্দিন, হেলাল শিকদার, এনায়েত, মো. ফারুক, বাবু সরকার, আজিম খান, মো. আতিকসহ অনেকে। এর আগে ৭ ডিসেম্বর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামানের মাতা মোসাম্মৎ আশরাফুন্নেসা বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইনসাফ আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার একমাত্র ছেলে সন্তান এ কে এম ওয়াহিদুজ্জামান ছাত্রজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। আরটিভি/এএইচ/এআর
মালয়েশিয়ার পোশাক কারখানা থেকে আটক ৩৫ বাংলাদেশি
মালয়েশিয়ার একটি পোশাক কারখানা থেকে অবৈধভাবে কাজ করা ৫০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি নাগরিক।  শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের চেরাসে অবস্থিত এক পোশাক কারখানায় এ অভিযান শুরু হয়। গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এতে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজন ৪৬ বছর বয়সী বাংলাদেশি পুরুষকে আটক করে। তাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়াও ওই প্রতিষ্ঠান থেকে ৩৪ জন বাংলাদেশি পুরুষ ও ১৫ জন বার্মিজ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।   অভিযানে ৪০টি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পোশাক কারখানাটি গত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা যায়। এদিকে, কোম্পানির ম্যানেজার সন্দেহে আটক বাংলাদেশিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৬৯/৬৩ এর ধারা ৫৫বি ও ৫৫ ই অনুযায়ী অপরাধের জন্য গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এর ধারা ৩৯(বি) অনুযায়ী গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। আরটিভি/এসএইচএম/এস








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://www.rtvonline.com/others/probash

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy