না ফেরার দেশে পাড়ি জমালেন টালিউডের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা রাজা মিত্র।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন রাজা মিত্র। নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে রৌদ্র মিত্র। তিনি বলেন, আমার বাবা স্পষ্টবাদী ছিলেন। তিনি বৃহস্পতিবার রাত ৩টার দিকে ক্যানসারে মারা গেছেন।
১৯৮৭ সালে মুক্তি পায় রাজা মিত্রের প্রথম সিনেমা ‘একটি জীবন’। প্রথম সিনেমার মাধ্যমেই বাজিমাত করেন তিনি। শুধু তাই নয়, জিতে নেন জাতীয় পুরস্কারও। পরবর্তীতে তার নির্মিত ‘নয়নতারা’, ‘যতনের জমি’ সিনেমাগুলো প্রশংসা লাভ করে দর্শকমহলে।
এ ছাড়া নির্মাণ ক্যারিয়ারে ৩২টি তথ্যচিত্রও পরিচালনা করেছেন রাজা মিত্র। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে―‘কয়লার নাম দ্য ম্যাসেস’, ‘রেলওয়েতে এইচএস অয়েলের অর্থনীতি’, ‘দ্য ট্রাইবাল রেজিস্ট্যান্স’, ‘ক্যালকাটা ফুটপাথ ডেভেলার’, ‘কলকাতা’, ‘অতীত এবং বর্তমান’, ‘জীবন পটুয়া’, ‘আশ্রয়’, ‘বিদ্যাসাগর’, ‘বিয়ন্ড এ হেড কাউন্ট’, ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ ইত্যাদি। যা সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
আরটিভি/এইচএসকে/এস