Content-Length: 107542 | pFad | https://www.rtvonline.com/entertainment/tallywood

Tollywood - The Vibrant Film Industry of Telugu Cinema
  • ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিঠুন
চলে গেলেন নির্মাতা রাজা মিত্র
না ফেরার দেশে পাড়ি জমালেন টালিউডের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা রাজা মিত্র। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।  জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন রাজা মিত্র। নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে রৌদ্র মিত্র। তিনি বলেন, আমার বাবা স্পষ্টবাদী ছিলেন। তিনি বৃহস্পতিবার রাত ৩টার দিকে ক্যানসারে মারা গেছেন। ১৯৮৭ সালে মুক্তি পায় রাজা মিত্রের প্রথম সিনেমা ‘একটি জীবন’। প্রথম সিনেমার মাধ্যমেই বাজিমাত করেন তিনি। শুধু তাই নয়, জিতে নেন জাতীয় পুরস্কারও। পরবর্তীতে তার নির্মিত ‘নয়নতারা’, ‘যতনের জমি’ সিনেমাগুলো প্রশংসা লাভ করে দর্শকমহলে। এ ছাড়া নির্মাণ ক্যারিয়ারে ৩২টি তথ্যচিত্রও পরিচালনা করেছেন রাজা মিত্র। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে―‘কয়লার নাম দ্য ম্যাসেস’, ‘রেলওয়েতে এইচএস অয়েলের অর্থনীতি’, ‘দ্য ট্রাইবাল রেজিস্ট্যান্স’, ‘ক্যালকাটা ফুটপাথ ডেভেলার’, ‘কলকাতা’, ‘অতীত এবং বর্তমান’, ‘জীবন পটুয়া’, ‘আশ্রয়’, ‘বিদ্যাসাগর’, ‘বিয়ন্ড এ হেড কাউন্ট’, ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ ইত্যাদি। যা সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।  আরটিভি/এইচএসকে/এস  
‘শুনেছি, এই ধর্ষকের নাকি সরকারের সঙ্গে সম্পর্ক রয়েছে’
কাঞ্চনের দ্বিতীয় পক্ষের ছেলেকে নিয়ে যা বললেন শ্রীময়ী
অস্কারের দৌড় থেকে ছিটকে গেলেন ইমন
বাংলাদেশি শিল্পীদের বয়কটের ডাক, জয়া-চঞ্চল ইস্যুতে যে বার্তা দিলেন বিজেপি নেতা
পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ
ওপার বাংলার নির্মাতা সৌম্যজিৎ আদক। ‘তিলোত্তমা’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন। ‘গুলদস্তা’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারও ছিলেন সৌম্যজিৎ। এবার এই পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  ওই অভিনেত্রীর অভিযোগ, একটি বুটিক ব্যবসার সঙ্গে যুক্ত সৌম্যজিৎ। কাজ দেওয়ার কথা বলে রবীন্দ্র সরোবর এলাকার সেখানেই তাকে ডেকে শারীরিকভাবে হেনস্তা করেন পরিচালক।  পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠতি ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে সৌম্যজিৎ আদকের বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।  ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নির্মাতা সৌম্যজিৎ প্রাথমিকভাবে ওই উঠতি অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করছেন। তবে পুলিশ তার সত্যতা যাচাই করে দেখছে। প্রসঙ্গত, সৌম্যজিতের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য এই প্রথমবার ওঠেনি। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার এধরনের নানা অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। তবে তখন থানা-পুলিশ হয়নি। কিন্তু এবারের ঘটনায় বিপাকে পড়েছেন তিনি। আরটিভি /এএ 
নুসরাতের সঙ্গে বিচ্ছেদ, ফের নয়া প্রেমে মজেছেন নিখিল
সময়টা ২০১৯, ওপার বাংলার দর্শকপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে বোদরুমে স্বপ্নের বিবাহ সেরেছিলেন নিখিল জৈন। তাদের সেই বিয়ের সাক্ষী ছিল গোটা দুনিয়া। তবে বিয়ের বছর না ঘুরতেই ছন্দপতন। ভেঙে যায় নুসরাত ও নিখিলের সংসার।  বিচ্ছেদের পর চুটিয়ে প্রেম করছেন নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও অভিনেত্রী সৌরসেনী। গত বছর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল। বহুদিন নিজেদের সম্পর্ককে গোপনে রাখার পর অবশেষে নিখিলের জন্মদিনে নিজেদের সম্পর্ককে সিলমোহর দিলেন দুজন।  নিখিলের সঙ্গে তার বন্ধুর আংটিবদল অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে একসঙ্গে শহরের রাস্তায় ড্রাইভ, সব জায়গাতেই সঙ্গী সৌরসেনী। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, নিখিলের সঙ্গে নাকি প্রেম করছেন সৌরসেনী। তবে সেই খবর নিয়ে মুখ খোলেননি তারা কেউই।  সৌরসেনীর সঙ্গে নিখিলের ব্যবসায়িক সম্পর্ক এখন মনের সম্পর্কে পরিণত হয়েছে। নিখিলের জন্মদিনে অভিনেত্রীর পোস্টে সেই আভাস মিলেছিল। এবার সেই সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে।  সম্প্রতি নিখিলের এক বান্ধবীর আংটিবদল অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে নিখিল ও সৌরসেনীকে। শুধু তাই নয়, নিখিলের সঙ্গে পার্টিও করছেন অভিনেত্রী। শহরের রাস্তায় তার  লাল রঙের বিলাসবহুল গাড়িতেও দেখা যায় অভিনেত্রীকে। সব মিলিয়ে সৌরসেনীর সঙ্গে নিখিলের প্রেম দারুণভাবে জমে উঠেছে।  এদিকে, সৌরসেনী নিখিলের জন্মদিনে একাধিক ছবি পোস্ট করে লিখেছিলেন, এমনই ঝগড়া আর মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে। এরপর থেকেই একসঙ্গে দেখা যাচ্ছে নিখিল জৈন আর সৌরসেনীকে। এর আগেও একসঙ্গে ইডেনে খেলাও দেখতে গিয়েছিলেন দুজন। তাদের মধ্যে সমস্যা শুরু হওয়ার পরেই প্রকাশ্যে আসে, তারা নাকি আইনি বিবাহ করেননি। আর সে কারণেই তাদের সম্পর্ককে লিভ-ইন বলা যায়। এদিকে, নুসরাত এখন সংসার করছেন যশ দাশগুপ্তের সঙ্গে। তাদের এক পুত্রসন্তানও রয়েছে। অন্যদিকে নিখিলও নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। ব্যবসা নিয়ে রয়েছেন। নতুন করে জীবনে যোগ হয়েছে সৌরসেনী। আরটিভি/এএ-টি   
রুক্মিণীকে নিয়ে মুখ খুললেন দেব
পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। তাদের প্রেম-ভালোবাসার কথা সবারই জানা। সম্পর্কের শুরু থেকেই কোনো রাখ-ঢাক করতে দেখা যায়নি এই জুটিকে। এমনকি হ্যাপি প্রেমিকযুগলের তকমাও পেয়েছেন তারা।  হঠাৎ কি হলো দেব-রুক্মিণীর। আর কেনই বা ভালোবাসার মানুষকে ‘আনফলো’ করলেন রুক্মিণী। তবে কি চিড় ধরেছে তাদের সম্পর্কে? এবার রুক্মিণী এবং বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেব।    আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা ‘খাদান’। বহুচর্চিত এই সিনেমা মুক্তির আগেই দেব- রুক্মিণীর সম্পর্ক নিয়ে টালিপাড়ায় চর্চা তুঙ্গে।  ইনস্টাগ্রামে দেবকে আনফলো করলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি সম্পর্কে ভাঙন ধরেছে এই জুটির।  ‘খাদান’ সিনেমার প্রচারণার কারণেই নাকি দেব-রুক্মিণীর মাঝে যত ঝামেলা।  এ দিকে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব। সকল বিতর্কে জল ঢেলে নিন্দুকদের একহাত নিলেন অভিনেতা। ট্রাইব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কড়া জবাব দিয়েছেন তিনি।   দেব বলেন, রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে।  অভিনেতা আরও বলেন, কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি।  দেব জানান, ‘খাদান’ শুরুর আগে সরে দাঁড়ান এক প্রযোজক। সেসময়ই রুক্মিণী আগলে রেখেছিলেন অভিনেতাকে। তাই রুক্মিনী দেবের ‘শক্তি’।   তিনি বলেন, রুক্মিণী বলেছিল, তোমার যখন ইচ্ছে হচ্ছে, তুমি খাদানই করবে। তাই সেই মানুষটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করল কিনা সেটা নিয়ে কাউকে আমি বলে বোঝাতে পারব না।  আরটিভি/এইচএসকে  
নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। তার গান মানেই শ্রোতা-দর্শকের ভরপুর বিনোদন। বর্তমানে তার বয়স সত্তরের ঘরে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সমালোচিত তিনি। কোনো কিছুতেই রাখঢাক নেই গায়কের। পাঁচবার বিয়ে করেও টেকাতে পারেননি কোনো দাম্পত্য সম্পর্ক।  বহুবার কবীর সুমনকে বলতে শোনা গেছে, সুন্দরী নারীদের জন্যই নাকি তার বেঁচে থাকা। কিন্তু এবার জানা গেল ভিন্ন কথা। নিজেকে সমকামী বলে দাবি করলেন এই সংগীতশিল্পী।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কবীর সুমন। গায়ক বলেন, আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম। তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।  গানের জগতে কবীর সুমন নামে পরিচিত হলেও গায়কের আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে পশ্চিমবঙ্গের মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। ১০ বছর পর কলকাতায় ফিরে সংসার পাতেন দুজনে।   শোনা যায়, নাজমাকে বিয়ে করতে নিজের ধর্মও নাকি পরিবর্তন করেন কবীর সুমন। পরবর্তীতে জার্মানে পাড়ি দেওয়ার পর সম্পর্কে চিড় ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন কবীর সুমন। তবে সুখের হয়নি সেই সংসারও।  নব্বইয়ের দশকের শেষে গায়কের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন মারিয়া। কিন্তু তার সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন তিনি। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন কবীর সুমন।  আরটিভি/এইচএসকে/এআর  
সুখবর দিলেন কোয়েল মল্লিক
কন্যা সন্তান মা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার (১৪ ডিসেম্বর) সকালেই তাদের পরিবারে নতুন অতিথি আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়ে একটি পোস্টকার্ড শেয়ার করেন কোয়েল। পোস্টকার্ড শেয়ার করে অভিনেত্রী লিখেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। সামাজিকমাধ্যমে এই পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হন এই অভিনেত্রী। অভিনেতা-অভিনেত্রী থেকে সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকেন। এর আগে দুর্গাপূজার মহালয়ার দিন পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। বছর শেষে কোলজুড়ে এলো তার দ্বিতীয় সন্তান। প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল। পুত্রসন্তান কবীরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিকমাধ্যমে শেয়ার করতেন কোয়েল। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি শেয়ার করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন কোয়েল ও তার স্বামী। আরটিভি /এএ 
হৃতিক রোশনের চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লগ্নজিতার
শোবিজ ইন্ডাস্ট্রির অন্দরে নারীদের শ্লীলতাহানির বিষয় নতুন কিছু না। ইতোমধ্যে বলিউডে নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যে কারণে টালিউডেও ‘নারী সুরক্ষা কমিটি’ তৈরির দাবি উঠেছে একাধিকবার। এর আগে শ্লীলতাহানির অভিযোগে বেশ কয়েকজন তারকা-নির্মতাকে বহিষ্কার করেছে ভারতীয় ডিরেক্টরস গিল্ড। বিভিন্ন সময়ে নায়িকারা শোবিজাঙ্গনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। এবার তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন কলকাতার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে হৃতিক রোশনের চাচার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। গায়িকা বলেন, রাজেশ রোশনের বাড়িতে গিয়েছিলাম কথা বলতে। আমি একটা স্কার্ট পরেছিলাম। উনি বললেন আমার একটা গান শোনাতে। ইউটিউবে গান খুঁজছি আমি। আর তখনই উনি আমার পাশে এসে বসেন। কিছু বোঝার আগেই স্কার্টের ভেতরে হাতটা ঢুকিয়ে দেন। সেদিন খুব খারাপ লেগেছিল। প্রসঙ্গত, ‘বসন্ত এসে গেছে’ গান দিয়ে শ্রোতা-দর্শকদের নজর কেড়েছিলেন তিনি লগ্নজিতা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। আধুনিক বাংলা গান থেকে, সিনেমার গান, রবীন্দ্র সঙ্গীত সব জায়গাতেই বরাবরই দারুণভাবে পারফর্ম করেন তিনি।   আরটিভি/এইচএসকে  
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে যা বললেন অভিনেতা অনির্বাণ
ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি এপার বাংলাতেও কাজ করেছেন তিনি। সবশেষ আশফাক নিপুণের জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগরে দেখা গেছে এই অভিনেতাকে। অভিনেত্রী জয়া আহসানের সঙ্গেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। যে কারণে দুই বাংলাতেই রয়েছে তার যথেষ্ট ভক্ত।  সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক ও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। যেখানে অনির্বাণ বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কষ্ট দেয় তাকে। একইসঙ্গে এই পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের দায় দেখছেন তিনি।  অনির্বাণকে প্রশ্ন করা হয়, ভারত-বাংলাদেশের মিষ্টি সম্পর্কে একটু যেন তিক্ততা। শিল্পী অনির্বাণকে কি ছুঁয়ে যায়? খারাপ লাগে? জবাবে অভিনেতা বলেন, হ্যাঁ ছুঁয়ে যায়। খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ— আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাধাতে, হাঙ্গামা তৈরি করতে। অভিনেতার সাফ কথা, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতিবিদরা। নিজেদের স্বার্থ হাসিলের জন্যই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করেছেন তারা।  অনির্বাণ বলেন, রাজনীতির এটা একটা দিক। এটা করে সমাজের মধ্যে যত রকম অশান্তি, যত রকম ব্যবধান তৈরি করা যায়, করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক। সবাই এসব জানে। অভিনেতা আরও বলেন, ব্যক্তিগতভাবে আমার ঘৃণা কম, রাগ কম। আমার মা-বাবা, স্কুল, নাটক-ছবির শিক্ষাগুরুরা এর উল্টোটাই শিখিয়েছেন। সময় যা-ই হোক, আমি সেই শিক্ষা আঁকড়েই চলতে চাই। আমি স্নেহের লোক, ভালবাসার লোক, সহমর্মিতার লোক। প্রতিশোধপন্থী নই। যদি ইতিহাসে কোনও রক্ত লেগে গিয়ে থাকে, আধুনিক সভ্যতার সকলের কাজ সেই দাগ মুছে দেওয়া। সেই দাগকে শুশ্রূষা দেওয়া। সেই দাগকে খুঁচিয়ে ঘা করা নয়। আমি এটা সময়ের দায়িত্ব বলে মনে করি। রাজনৈতিক নেতারা সেটা মনে করেন না। তাদের যেটা কাজ তারা সেটা করছেন। ভবিষ্যতে বাংলাদেশে গিয়ে কাজ করবেন কি না, এমন প্রশ্নে অনির্বাণ বললেন, এখনও তেমন ভাবনা নেই। তবে ‘মহানগর ৩’ সিরিজের অপেক্ষায় রয়েছি। সিরিজের দ্বিতীয় পর্বের একেবারে শেষ দৃশ্যে ছিলাম। রজক আলি চরিত্রে অভিনয় করেছিলাম। ‘মহানগর ৩’ হলে আমার ডাক পাওয়ার কথা। তবে কবে করবে তা এখনও জানি না। আরটিভি /এএ   








ApplySandwichStrip

pFad - (p)hone/(F)rame/(a)nonymizer/(d)eclutterfier!      Saves Data!


--- a PPN by Garber Painting Akron. With Image Size Reduction included!

Fetched URL: https://www.rtvonline.com/entertainment/tallywood

Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy