Content-Length: 104040 | pFad | https://www.sonalinews.com/country/news/240338
পাবনা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার ১৪০ দিন পর পাবনার সাঁথিয়ায় জুলকার নাইন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জোরগাছা স্বরূপ পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে জুলকার নাইন নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহিদ জুলকারের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের আব্দুল হাই আল হাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে দশম শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়।
বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই গুলিতে নিহত হয় জুলকার নাইন। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরের দিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সাঁথিয়ার স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসএস
Fetched URL: https://www.sonalinews.com/country/news/240338
Alternative Proxies: